পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মুক্তি পেল 'গুলাবো সিতাবো'-র নতুন গান - Gulabo Sitabo new song

মুক্তি পেল 'গুলাবো সিতাবো'-র গান 'মাদারি কা বান্দার'। গানটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা দু'জনেই ।

sdf
sdf

By

Published : Jun 3, 2020, 5:28 PM IST

মুম্বই : মুক্তি পেল 'গুলাবো সিতাবো'-র আরও একটি গান । নাম 'মাদারি কা বান্দার'। গানের বেশিরভাগ অংশ জুড়েই রয়েছেন অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা ।

ছবির গল্পের টুকরো টুকরো অংশ তুলে ধরা হয়েছে গানে । ছবিতে মির্জা শেখের চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ । মির্জা শেখ আদতে একজন বাড়ি মালিক । যার বাড়িতে ভাড়া থাকে অনেকেই । আর ভাড়াটের তালিকায় রয়েছে বাঙ্কি সোধিও । সেই চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা । বাড়ির মালিক ও ভাড়াটের কাহিনি ফুটে উঠবে ছবিতে । আর তারই একটা ঝলক তুলে ধরা হয়েছে নতুন গানে ।

'মাদারি কা বান্দার' প্রসঙ্গে অনুজ গর্গ বলেন, "এই গান খুবই স্পেশাল । সিনেমার একটা ঝলক তুলে ধরা হয়েছে এই অ্যালবামে । আমার সঙ্গে গানটি গেয়েছেন তোচি রাইনা ।"

এই গান প্রসঙ্গে তোচি রাইনা বলেন, "অনুজ গর্গের সবথেকে ভালো দিকটা হল উনি খুব সহজেই যে কোনও গানের সঙ্গে লোকগীতির সংমিশ্রণে নতুন গান তৈরি করতে পারেন । এই গান গেয়ে খুবই ভালো লেগেছে । গানের সুরও খুবই ভালো । আমি নিশ্চিত যে এই গান সবার খুব ভালো লাগবে ।"

গানটি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন আয়ুষ্মান । তিনি লেখেন, "বেশি নাচবেন না । তাহলে অ্যাটাক এসে যাবে । এবার আপনারা সবাই দেখুন 'মাদারি কা বান্দার' আসলে কে..."। এদিকে এই গান শুনে নাচতে ইচ্ছে করছে অমিতাভের । গানটি শেয়ার করে এই কথা জানান তিনি ।

ছবিটি পরিচালনা করেছেন সুজিত সরকার । ছবির গল্প লিখেছেন জুহি চতুর্বেদি । আর যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন রনি লাহিড়ি ও শীল কুমার ।

অনেক দিন আগেই তৈরি হয়ে যায় ছবিটি । হলেই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি । কিন্তু, লকডাউনের জেরে পিছিয়ে যায় ছবি মুক্তির তারিখ । এরপর ছবিটি ডিজিটালে রিলিজ় করার সিদ্ধান্ত নেন নির্মাতারা । 12 জুন অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে এই ছবি ।

ABOUT THE AUTHOR

...view details