পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ভয়ের সঙ্গে লড়াই নিয়ে পোস্ট মান্যতার - maanayata posts about fears

সম্প্রতি ইনস্টাগ্রামে এখটি ছবি পোস্ট করেন মান্যতা । লেখেন, "ভয়ের দু'রকম অর্থ আছে । সবকিছু ভুলে গিয়ে পালিয়ে যাও অথবা সবকিছুর মুখোমুখি হও..পছন্দ আপনার ! "

dasd
s

By

Published : Sep 15, 2020, 11:20 PM IST

মুম্বই : ইতিমধ্যেই সঞ্জয় দত্তের ক্যানসারের চিকিৎসা শুরু হয়েছে । আর এর মাঝে ভয়ের সঙ্গে তাঁর লড়াই নিয়ে অনুপ্রেরণামূলক পোস্ট করলেন স্ত্রী মান্যতা ।

তাঁর ছবিসহ ইনস্টাগ্রামে পোস্টটি করেছেন তিনি । লিখেছেন, "ভয়ের দু'রকম অর্থ আছে । সবকিছু ভুলে গিয়ে পালিয়ে যাও অথবা সবকিছুর মুখোমুখি হও..পছন্দ আপনার ! "

ছবিতে একটি বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মান্যতাকে । পরনে সবুজ ও সাদা রঙের পোশাক ।

গত মাসেই সিদ্ধিদাতা গণেশের কাছে শান্তি ও সুরক্ষা চেয়ে প্রার্থনা করেছিলেন তিনি । ইনস্টাগ্রাম এই নিয়ে একটি পোস্টও করেছিলেন ।

কয়েকদিন আগেই হাসপাতালে ভরতি হন সঞ্জয় দত্ত । তাঁর পরিবারের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও কমল নাহাতা তাঁর ফুসফুস ক্যানসারের কথা টুইটারে জানান ।

ABOUT THE AUTHOR

...view details