মুম্বই : সারা আলি খানের চেহারা নিয়ে খুবই চিন্তিত কার্তিক আরিয়ান । তাই নিজের হাতে সারাকে খাইয়ে দিলেন তিনি । সম্প্রতি সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন কার্তিক নিজেই ।
আপকামিং ছবি 'লাভ আজ কাল'-এর প্রচার নিয়ে এখন খুবই ব্যস্ত সারা আলি খান ও কার্তিক আরিয়ান । দেশের বিভিন্ন শহরে গিয়ে প্রচার করছেন তাঁরা । ইতিমধ্যে গুজরাত ও জয়পুরে ছবির প্রচার করেন তাঁরা । বিভিন্ন রিয়েলিটি শো-তেও একসঙ্গে দেখা গেছে তাঁদের । তার মধ্যেই সোশাল মিডিয়ায় এই ছবি শেয়ার করেন কার্তিক ।
যেখানে এই দুই তারকাকে ক্যাজুয়াল পোশাকে দেখা গেছে । তাঁদের সামনে খোলা রয়েছে একাধিক খাবার । একই প্লেট থেকে খাবার খাবার খাচ্ছেন দু'জনে । আর তার মধ্যেই সারাকে নিজের হাতে খাইয়ে দেন কার্তিক । ছবির ক্যাপশনে লেখেন, "খুব রোগা হয়ে গেছ । এসো তোমাকে আগের মতো বানিয়ে দিই ।" আসলে অভিনয়ে আসার আগে অনেক মোটা ছিলেন সারা । পরে অবশ্য নিজেকে স্লিম অ্যান্ড ট্রিম তৈরি করে নেন তিনি । আর সেই কারণেই খাইয়ে সারাকে আগের মতো মোটা করার কথা বলেন কার্তিক ।