পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রেম খুঁজতে আজ আর কালের যোগ - Kartik Aryan

মুক্তি পেল 'লভ আজ কাল'-এর ট্রেলার । নজর কাড়ল সারা আলি খান আর কার্তিক আরিয়ানের রসায়ন ।

Love Aaj Kaal 2 trailer
Love Aaj Kaal 2 trailer

By

Published : Jan 17, 2020, 2:46 PM IST

মুম্বই : 2009 সালে মুক্তি পেয়েছিল 'লভ আজ কাল' । সইফ আলি খান আর দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবি সেই বছরের অন্যতম হিট ছিল । আবার সেই একেই আমেজ ফিরিয়ে আনতে চলেছেন পরিচালক ইমতিয়াজ় আলি । এবার মুখ্য ভূমিকায় কার্তিক আরিয়ান ও সারা আলি খান । মুক্তি পেল ছবির ট্রেলার ।

এই প্রথমবার এক সঙ্গে অভিনয় করছেন কার্তিক আর সারা । তবে প্রথমবারেই বেশ নজর কেড়েছেন তাঁরা । বর্তমান প্রজন্মের রিলেশনশিপে আসা সমস্যাগুলো এই তিন মিনিটের ট্রেলারেই বেশ ভালো ভাবে ফুটে উঠেছে । তার সঙ্গে রয়েছে নিজেকে আবিষ্কার করার লড়াই ।

প্রথমবারের রেশ রেখে এই ছবিতেও বেশ কয়েকটি পুরোনো গান রয়েছে, যা সেই সময় খুবই জনপ্রিয় হয়েছিল । সব মিলিয়ে একটা আস্ত এন্টারটেনমেন্ট প্য়াকেজ হতে চলেছে ছবিটি । মুক্তিও পাবে প্রেমের দিবসে, অর্থাৎ 14 ফেব্রুয়ারি ।

দেখে নিন ট্রেলার...

ABOUT THE AUTHOR

...view details