পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ব্রেকআপের পর ফের কাছাকাছি সারা-কার্তিক - কার্তিক আরিয়ানের খবর

ব্রেকআপের পর আবার সারা আলি খান আর কার্তিক আরিয়ানকে আবার কাছাকাছি দেখা গেল । ব্যাপারটা কী ?

Love Aaj Kaal by Sara and kartik
Love Aaj Kaal by Sara and kartik

By

Published : Jan 16, 2020, 3:24 PM IST

মুম্বই : মুক্তি পেল 'লাভ আজ কাল'-এর প্রথম পোস্টার । সারা আর কার্তিকে এভাবেই কাছাকাছি দেখা গেল ছবির পোস্টারে । ইমতিয়াজ় আলি পরিচালিত এই ছবি নিয়ে কৌতুহলের শেষ নেই দর্শকের ।

সারা পোস্টারের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "বীর আর জোয়ের সঙ্গে দেখা করে নিন । আমাদের এই ওয়ান্ডারল্য়ান্ডের ঘূর্ণী ঝড়ে হারিয়ে যান । #LoveAajKal, ট্রেলার মুক্তি পাবে আগামীকাল ।"

এই ছবির শুটিং চলাকালীন সারা আর কার্তিকের মধ্যে একটা সম্পর্কের গুঞ্জন শোনা গেছিল । কিন্তু, সেই খবর আজ পুরোনো । কারণ, তাঁদের দু'জনের ব্রেকআপের খবরও রটে গেছে এতদিনে । এখন কার্তিকের সঙ্গে অনন্যা পাণ্ডের সম্পর্কের খবর হাওয়ায় ভাসছে । তবে কখনই কেউ এই প্রসঙ্গে কথা বলেননি ।

2009 সালে ইমতিয়াজ়ের পরিচালনাতেই মুক্তি পেয়েছিল 'লাভ আজ কাল' । সেখানে অভিনয় করেছিলেন সইফ আলি খান ও দীপিকা পাড়ুকোন । ছবিটি সেই বছরের অন্যতম হিট ছিল ।

ABOUT THE AUTHOR

...view details