পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোন অভিনেতার সঙ্গে অন্তরঙ্গ তাপসী ? - তাপসী পান্নুর লুপ লপেটা

বলিউডের এক অভিনেতার সঙ্গে অন্তরঙ্গ তাপসী পান্নু । তাঁকে জড়িয়ে ধরে ছবি পোস্ট করলেন অভিনেত্রী । কে বলুন তো ?

Taapsee Pannu romance with tahir raj bhasin
Taapsee Pannu romance with tahir raj bhasin

By

Published : Feb 16, 2021, 1:20 PM IST

মুম্বই : সবি আর সত্যর প্রেম..একে অপরকে জড়িয়ে ছবি পোস্ট করলেন তারা । 'লুপ লপেটা'-র নায়ক আর নায়িকার কেমিস্ট্রিতে উত্তপ্ত সোশাল মিডিয়া ।

কথা হচ্ছে, তাপসী পান্নু আর তাহির রাজ ভসিনকে নিয়ে । তাঁরাই 'লুপ লপেটা'-র সবি আর সত্য । এর আগে সত্যর ফার্স্ট লুক সামনে এসেছে । আর এবার তাপসীর সঙ্গে তাহিরের প্রথম ছবি ।

ছবিটি তাপসীই শেয়ার করেছেন । ক্যাপশনে লিখেছেন, "সত্যর জন্য ফার্স্ট ফাইটেই প্রেম । আর আমি ছুটতে ছুটতে ক্লান্ত । পা দু'টো একটা স্থায়ী ঠিকানা খুঁজছিল । জীবন থেকে মার খাওয়া আমার অভ্যেস হয়ে গেছিল । তাই আমরা একে অপরের পেইন কিলার হয়ে উঠেছিলাম ।"

তাপসীর এই উষ্ণ বার্তার সঙ্গে দু'জনের এমন অন্তরঙ্গ ছবি । সোশাল মিডিয়ায় মূহূর্তে ভাইরাল । দেখে নিন...

ABOUT THE AUTHOR

...view details