মুম্বই : বাড়িতে সম্পূর্ণ আইসোলেশনে রয়েছেন ফারাহ খান । বেশিরভাগ দিন নাইট সুটেই কেটে যাচ্ছে এই কোরিওগ্রাফার ও পরিচালকের । তাই অনেকদিন পর একটা ভালো পোশাক পরে, মেকাআপ করে নিজেকে "মানুষের মতো" লাগছে ফারাহর ।
ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন তিনি । হালকা মেকআপে কালো পোশাকে ফারাহকে বেশ ফ্রেশ লাগছে । কিন্তু এই সময় রেডি হওয়ার কী প্রয়োজন হল ? উত্তরটা নিজেই দিয়েছেন তিনি ।