মুম্বই : এই লকডাউনে খুবই স্বাস্থ্যসচেতন হয়ে উঠেছেন রকুল প্রীত । খাওয়াদাওয়ার সঙ্গে শরীরচর্চা আর যোগব্যায়ামেও মন দিয়েছেন অভিনেত্রী । সপ্তাহে দুই কি তিনবার 108 বার করে সূর্য নমস্কার করছেন তিনি । আর সেটা করার অনুভূতি যে কত সুখকর, তা বোঝা গেল তাঁর পোস্ট দেখে ।
সূর্য নমস্কার করার ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী । ক্যাপশনে লিখেছেন, "এই লকডাউন আমায় সপ্তাহে অন্তত 2-3 বার 108 বার করে সূর্য নমস্কার করা অভ্যেস করিয়েছে । আর এটা করার পরের অনুভূতিটা অসাধারণ ।"