পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ঝাঁটাকে ক্রিকেট ব্যাট বানিয়ে শ্যাডো প্র্যাকটিস ক্যাটরিনার ! - Katrina cricket game

বাসন মাজার পর এবার ঘর ঝাঁট দিতেও দেখা গেল ক্যাটরিনাকে । লকডাউনের মধ্যে ঘরের একাধিক কাজ করছেন তিনি । তবে এবার ঘর পরিষ্কারের পর ঝাঁটা দিয়েই ক্রিকেটের শ্যাডো প্র্যাকটিস করেন ।

jh
yhjlh

By

Published : Mar 26, 2020, 9:30 AM IST

মুম্বই : কোরোনা মোকাবিলায় 21 দিনের জন্য লকডাউন জারি হয়েছে গোটা দেশে । গুরুত্বপূর্ণ ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ছাড়া ছাড়া বন্ধ সব কিছুই । কোরোনা আতঙ্কের জেরে অনেকদিন আগেই বন্ধ করে দেওয়া হয় একাধিক সিনেমার শুটিং । কোনও কাজ না থাকায় আপাতত ঘরবন্দী তারকারা । এখন ঘরের কাজ করেই সময় কাটাচ্ছেন তাঁরা । বাদ যাননি ক্যাটরিনা কাইফও ।

কোয়ারেন্টাইনে রয়েছেন ক্যাটরিনা । আর এই সময় নিজের মতো করে কাটাচ্ছেন তিনি । সোশাল মিডিয়ায় ফ্যানদের আপডেটও দিয়ে যাচ্ছেন । কখনও ওয়ার্কআউট, কখনও বাসন মাজা আবার কখনও গিটার বাজানো । একাধিক কাজ করতে দেখা গিয়েছে তাঁকে । সম্প্রতি ঘর ঝাঁট দেওয়ার একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি ।

ভিডিয়োতে বোন ইসাবেলের সঙ্গে গল্প করতে করতে ঘর ঝাঁট দিচ্ছিলেন ক্যাটরিনা । ঝাঁট দেওয়া শেষ হওয়ার পরই ঝাঁটাকে অন্যভাবে ব্যবহার করা শুরু করেন তিনি । তখন ঝাঁটা হয়ে যায় ক্রিকেট ব্যাট । আর তা দিয়ে শ্যাডো প্র্যাকটিস করেন তিনি ।

বাইরের কোনও কাজ না থাকায় এখন আপাতত ঘরের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তারকারা । শুধু ক্যাটরিনাই নন, ঘরের কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন দীপিকা পাডুকোন, কার্তিক আরিয়ান সহ আরও অনেকেই । পাশাপাশি পরিবারের সবার সঙ্গে জমিয়ে সময়ও কাটাচ্ছেন তাঁরা ।

যাই হোক কাজের দিক থেকে 'সূর্যবংশী'-র শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন ক্যাটরিনা । সেখানে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । 24 মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে বন্ধ করে দেওয়া হয় একাধিক সিনেমা হল । আর সেই কারণেই পিছিয়ে যায় ছবি মুক্তির তারিখও । তবে ছবিটি কবে মুক্তি পাবে তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details