মুম্বই : কখনও সেলফি তুলে সময় কাটাচ্ছেন । তো কখনও ক্রিয়েটিভ রাইটিং শিখে । আবার কখনও পরিবারের সদস্যদের জন্য রান্নাও করছেন আলিয়া ভাট । তাতে অবশ্য সফলও হয়েছেন তিনি । আর এভাবেই কেটে যাচ্ছে আলিয়ার লকডাউনের দিনগুলি ।
কোরোনা আতঙ্কের জেরে গোটা দেশজুড়ে 21 দিনের লকডাউন জারি করা হয়েছে । এর ফলে গৃহবন্দী সব তারকাই । সময় কাটানোর জন্য নিজেদের ইচ্ছেমতো কাজ করছেন অনেকেই । কেউ বই পড়ছেন, তো কাউকে দেখা যাচ্ছে ঘর পরিষ্কার করতে । আবার কেউ ব্যস্ত রান্না নিয়ে । বাদ যাচ্ছেন না আলিয়াও । এই সময়টা নিজের মতো সময় কাটিয়ে নিচ্ছেন তিনি ।
কিছুদিন আগে ক্রিয়েটিভ রাইটিং শেখার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন । এরপর সম্প্রতি রান্না করতে দেখা গেল তাঁকে । পরিবারের সদস্যদের জন্য পালিও বানানা ব্রেড তৈরি করলেন তিনি । তবে শুধু আলিয়াই নন । তাঁর দিদি শাহিনকে চকোলেট কেক বানাতে দেখা গিয়েছে । এই সময়টা রান্নার কাজে নিজের হাতটা একটু পাকিয়ে নিলেন আলিয়া ।
কেক ও ব্রেডের ছবি শেয়ার করে আলিয়া লেখেন, "বাড়িতে রয়েছে আর দিদির সঙ্গে রান্না করলাম...শাহিন চকোলেট কেক বানিয়েছে আর আমি গ্রেন ফ্রি পালিও বানানা ব্রেড"। ছবি পোস্টের সঙ্গে সঙ্গে একাধিক কমেন্ট আসতে শুরু করে সেখানে । আলিয়ার ছবিতে কমেন্ট করে কৃতি জানান তিনিও এগুলি বানাতে চলেছেন । রান্নার রেসিপি চেয়েছেন হুমা কুরেশি । আর রান্নাগুলি খাওয়ার অপেক্ষায় বসে রয়েছেন বলে জানান আলিয়ার মা সোনি রাজ়দান ।
শোনা যাচ্ছে, ডিসেম্বরের শেষেই রণবীর কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আলিয়া ভাট । ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিবর্তে মুম্বইতেই বিয়ে সারতে চান তাঁরা । তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কাপুর ও ভাট পরিবারের তরফে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি ।