পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ভয় ও মজার মিশেল 'লক্ষ্মী বম্ব'-এর ট্রেলারে - Kiara Advani

আজই মুক্তি পেয়েছে 'লক্ষ্মী বম্ব'-এর ট্রেলার । সেখানে একাধিক লুকে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে । এছাড়াও রয়েছেন কিয়ারা আদবানি, তুষার কাপুর, শরদ কেলকর সহ অন্যরা ।

োে্
োে্

By

Published : Oct 9, 2020, 1:48 PM IST

মুম্বই : মুক্তি পেল 'লক্ষ্মী বম্ব'-এর ট্রেলার । ভিডিয়োতে একেবারে নয়া লুকে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে । একজন পুরুষ থেকে তাঁর বৃহন্নলা হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে ট্রেলারে । টুইটারে আজ এই ট্রেলার শেয়ার করেন তিনি ।

ট্রেলার শেয়ার করে তার ক্যাপশনে লেখেন, "যেখানেই থাকুন সেখানেই দাঁড়ান আর লক্ষ্মী বম্বের ট্রেলার দেখার জন্য প্রস্তুত হয়ে যান ।"

প্রেমিকার বাবার মন জয় করতে তাদের বাড়িতে এসেছিল আসিফ । কিন্তু, হঠাৎই বদলে গেল গোটা পরিস্থিতি । প্রথমে ভুতে ভয় না পেলেও, পরে ভূতই তার শরীরে এসে বাসা বাঁধে । তা আবার যে সে ভূত নয় । কোনও এক বৃহন্নলার ভূত । যার প্রভাবে বদলে যায় তার আচরণ, সাজগোজ, ভালো লাগা সব কিছুই । এমনকী, প্রেমিকার বাবার মন জয় করার পরিবর্তে তাকে মারধরও করে সে । এভাবেই এগোবে ছবির গল্প । এই পরিস্থিতি থেকে কীভাবে সে মুক্তি পাবে ? তা দেখার জন্য 9 নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে । কারণ ওইদিনই ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পাবে ছবিটি ।

আর আসিফের এই চরিত্রে দেখা গিয়েছে অক্ষয়কে । ছবিতে একাধিক লুকে দেখা যাবে তাঁকে । এর আগে এই ধরনের চরিত্রে কখনও অভিনয় করেননি তিনি । এছাড়াও ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে কিয়ারা আদবানি, তুষার কাপুর, শরদ কেলকর ও অশ্বিনী কালসেকরকে । ছবিটি পরিচালনা করেছেন রাঘব লরেন্স । এই ছবি আসলে তামিল ব্লকবাস্টার 'মুনি 2 : কাঞ্চনা'-র হিন্দি রিমেক । সেই ছবিও পরিচালনা করেছিলেন রাঘব লরেন্স ।

ট্রেলার মুক্তির আগে আজ সকালে ছবির আরও একটি পোস্টার শেয়ার করেছিলেন অক্ষয় । সেখানে কিয়ারার সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে ।

ABOUT THE AUTHOR

...view details