পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নাম বদলে নতুন পোস্টার - অক্ষয় কুমারের খবর

করণি সেনার ক্ষোভের মুখে পড়ে ছবির নাম পরিবর্তন করতে বাধ্য হন অক্ষয় কুমার অভিনীত 'লক্ষ্মী বম্ব'-এর নির্মাতারা । নতুন নাম হয় 'লক্ষ্মী'। নতুন নাম নিয়ে ছবির নতুন পোস্টার মুক্তি পেল ।

laxmmi bomb latest poster with name change
laxmmi bomb latest poster with name change

By

Published : Oct 31, 2020, 12:43 PM IST

মুম্বই : রাঘব লরেন্স পরিচালিত 'লক্ষ্মী বম্ব' ছবিটি নিয়ে দর্শকের মধ্যে বেশ একটা উত্তেজনা কাজ করছে । বেশ অনেকদিন পর অক্ষয়কে আদ্যোপান্ত কমেডি ছবিতে দেখা যাচ্ছে, তাও আবার এক ভূতের গল্পে । তবে বাধ সাধল ছবির নাম । করণি সেনারা অভিযোগ তুললেন যে,এই নামে দেবী লক্ষ্মীকে অপমান করা হয়েছে ।

তাই বাধ্য হয়েই নামে পরিবর্তন আনলেন নির্মাতারা । নতুন নাম হল 'লক্ষ্মী' । নাম যখন নতুন, তখন তো নতুন করে পোস্টারও রিলিজ় করতে হবে । সেটাই করল টিম 'লক্ষ্মী' । আর সেই নতুন পোস্টার নিজের সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অক্ষয় কুমার ।

অক্ষয়ের সঙ্গে কিয়ারা

নতুন এই পোস্টারে কিয়ারা আদবানীকে দেখা যাচ্ছে জ্বলজ্বলে । তিনিই অক্ষয়ের বিপরীতে অভিনয় করছেন । পিছনে অক্ষয়ের একটা ছোটো ঝলক দেখা যাচ্ছে । তিনি কপালে সিঁদুরের টিপ পরে ভয়ানক এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন । বম্ব-কে সরিয়ে শুধু 'লক্ষ্মী' নামটি লেখা হয়েছে পোস্টারে ।

পোস্টারটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, "এবার প্রতি ঘরে আসবে লক্ষ্মী । পরিবারের সবাইকে নিয়ে 9 নভেম্বর তৈরি থাকবেন ।" হ্যাঁ, ওই দিনেই ডিজ়নি হটস্টারে মুক্তি পাচ্ছে 'লক্ষ্মী' ।

দেখে নিন অক্ষয়ের পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details