দিল্লি : আইনি জটিলতায় জড়িয়ে পড়ল 'ছপাক'। ছবি মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টে একটি মামলা দায়ের করলেন লক্ষ্মী আগরওয়ালের আইনজীবী অপর্ণা ভাট । বহু বছর ধরে তিনি লক্ষ্মীর আইনজীবী হিসেবে কাজ করছেন । কিন্তু, ছবিতে তাঁকে কোনও ক্রেডিট দেওয়া হয়নি ।
অ্যাসিড হামলা হওয়ার পর লক্ষ্মীর লড়াইয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি তাঁর আইনজীবী অপর্ণা ভাট । লক্ষ্মী যাতে সুবিচার পান তার জন্য অনেক লড়াইও করেছিলেন । এত কিছুর পরও ছবিতে তাঁকে কোনও ক্রেডিট দেওয়া হয়নি । কিছুদিন আগে ফেসবুকে একটি পোস্ট করে তিনি জানান, ছবির নির্মাতাদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন ।
সোশাল মিডিয়ায় সেই পোস্ট দেখে অপর্ণার সমর্থনে এগিয়ে আসেন অনেকেই । এমনকী, সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদও জানিয়েছিলেন অপর্ণা । এরপর আজ দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টে 'ছপাক'-এর মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি ।
এই ছবি নিয়ে বিতর্কের শেষ নেই । দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ও শিক্ষকদের উপর দুষ্কৃতীদের হামলার বিরুদ্ধে সরব হয়েছিলেন দীপিকা পাডুকোন । আক্রান্ত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে JNU যান তিনি । পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে । তাঁর ছবি বয়কটের ডাকও দেওয়া হয় । অনেকে বলেন, প্রচারের জন্যই সেখানে যান দীপিকা । এদিকে বিটাউনের অনেক সেলেবই এই পদক্ষেপ নেওয়ার জন্য তাঁকে সমর্থন করেন । যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেননি দীপিকা সহ ছবির অন্য কলাকুশলীরা ।