মুম্বই : 'ছপক' দীপিকার জীবনে এক মাইলস্টোন ছবি। বিভিন্ন সময় তাঁর জীবনে এই ছবির গুরুত্ব প্রকাশ করেছেন অভিনেত্রী। 'ছপক'-এর ট্রেলার লঞ্চ ইভেন্টে তো তিনি কেঁদেও ফেলেছিলেন আবেগের বশে। কিন্তু, সাম্প্রতিক এক রিপোর্টকে বিশ্বাস করলে এই ছবির অনুপ্রেরণা লক্ষ্মীকে মাত্র 13 লক্ষ টাকা দেওয়া হয়েছে প্রযোজনা সংস্থার তরফ থেকে। আর দীপিকা নিজেও এই ছবির অন্যতম প্রযোজক।
শোনা যাচ্ছে লক্ষ্মী ও 'ছপক'-এর প্রযোজক সংস্থার মধ্যে টাকার অঙ্ক নিয়ে একটা টানাপোড়েন চলছে। সূত্রের দাবী, "লক্ষ্মীকে মাত্র 13 লক্ষ টাকা দেওয়া হয়েছে আর ও খুশি মনেই সই করে দিয়েছে। কিন্তু, ওঁকে এখন অনেক লোক পরামর্শ দিচ্ছে, বেশি টাকার দাবী জানাতে বলছে। এবং ওঁর যেটা প্রাপ্য সেটা পাওয়া উচিত।"