মুম্বই : নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভরতি হয়েছিলেন লতা মঙ্গেশকর। আপামর দেশবাসী তাঁর আরোগ্য কামনা করছিল নিরবিচ্ছিন্ন ভাবে। অবশেষে সেই কামনা স্বার্থক হল। সুস্থ হলেন লতা। হাসপাতাল থেকে ফেরার পর প্রকাশ্যে এল স্বরসম্রাজ্ঞীর ছবি।
লতার এক ফ্যানপেজ থেকে শেয়ার করা হয়েছে এই ছবি। হুইলচেয়ারে বসে থাকা লতার চোখে মুখে যেন ক্লান্তির ছাপ, দুর্বল মনে হচ্ছে তাঁকে দেখে। কিন্তু, তিনি যে সমস্ত ফাঁড়া কাটিয়ে বাড়ি ফিরে এসেছেন সেটাই আশ্বস্ত করছে সবাইকে।