মুম্বই : পুনের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালকে 1 হাজার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (PPE) কিট দিয়ে সাহায্য করলেন শেফ বিকাশ খান্না । এই অনুদানের জন্য তাঁকে ধন্যবাদ জানান বর্ষীয়ান গায়িকা লতা মঙ্গেশকর ।
টুইটারে লতা লেখেন, "আমাদের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালকে 1 হাজার PPE কিট দিয়েছেন বিকাশ খান্নাজি । এর জন্য আমাদের মঙ্গেশকর পরিবার ও দীনানাথ মঙ্গেশকর হাসপাতালের তরফে তাঁকে অনেক ধন্যবাদ ।"
কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের দেশ । এই পরিস্থিতিতে নিজের সাধ্যমতো এগিয়ে আসছেন অনেকেই । কোরোনা মোকাবিলায় ইতিমধ্যেই বিভিন্ন তহবিলে অনুদান দিয়েছেন একাধিক তারকা । গত মাসে মহারাষ্ট্র সরকারের ত্রাণ তহবিলে 25 লাখ টাকা অনুদান দিয়েছিলেন লতা মঙ্গেশকর । পাশাপাশি বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্য দপ্তর ও বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের হাতে PPE কিটও তুলে দিয়েছেন অনেক তারকাই ।
এর আগে মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের হাতে 25 হাজার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট তুলে দিয়েছিলেন শাহরুখ খান । তার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছিলেন মহারাষ্ট্রের জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী রাজেশ তোপে ।
এরপর স্বাস্থ্যকর্মীদের 1 হাজার PPE কিট দেন বিদ্যা বালন । এছাড়া জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের সাহায্যের জন্য এগিয়ে আসেন অর্জুন রামপালও । হাসপাতাল, চিকিৎসক ও নার্সদের সাহায্যের জন্য PPE কিট দান করেন তিনি । BMC-র হাসপাতালগুলির চিকিৎসক ও নার্সদের PPE কিট সরবরাহের জন্য মেডিক লাইফসায়েন্সেসের সঙ্গে হাত মেলান তিনি । আর এবার এই তালিকায় যুক্ত হলেন শেফ বিকাশ খান্নাও ।