পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Lata Mangeshkar Last Rites: আজই মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে লতা মঙ্গেশকরের, থাকবেন মোদি

আজ মুম্বইয়ের শিবাজি পার্কে সন্ধে 6.30 মিনিটে শেষকৃত্য সম্পন্ন হবে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar Last Rites)। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Lata Mangeshkar Last Rites
Lata Mangeshkar Last Rites

By

Published : Feb 6, 2022, 12:56 PM IST

Updated : Feb 6, 2022, 1:12 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: রবিবার সকালে প্রয়াত হন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 92 বছর। মাল্টি অর্গান ফেলিওরের জন্যই তাঁর মৃত্যু হয় বলে মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়। আজই মুম্বইয়ের শিবাজি পার্কে সন্ধে 6.30 মিনিটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে (Lata Mangeshkar Last Rites)। সকাল 8.12 মিনিটে 'ভারতরত্ন' লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর জানান, ব্রিচক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি। জানুয়ারিতে করোনা আক্রান্ত হন তিনি। প্রায় 28 দিন তিনি এই হাসপাতালে চিকিসাধীন ছিলেন। তাঁর কন্ঠস্বরের জন্য তাঁকে ‘নাইটিংগেল অফ ইন্ডিয়া’ বলেও আখ্যা দেওয়া হয়।

হাসপাতাল থেকে তাঁর বাসভবন 'প্রভুকুঞ্জে' তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হবে বেলা 12.30 মিনিটে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানাবেন পরিবারের সদস্য এবং অগণিত ভক্তরা। দুপুর 3টে পর্যন্ত সেখানেই তাঁর মরদেহ শায়িত থাকবে। লতা মঙ্গেশকরের মৃত্যুতে 2 দিনের রাষ্ট্রীয় শোক ইতিমধ্যেই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই দু'দিন দেশব্যাপী সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দেশের সর্বত্রই জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

আরও পড়ুন: সোমবার অর্ধদিবস ছুটি, 15 দিন ধরে রাজ্যে লতার গান ; শোকপ্রকাশ করে ঘোষণা মমতার

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বইয়ের শিবাজি পার্কে । তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত থাকবেন সঙ্গীত জগতের একাধিক স্বনামধন্য মানুষজন।

Last Updated : Feb 6, 2022, 1:12 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details