কলকাতা, 6 ফেব্রুয়ারি: রবিবার সকালে প্রয়াত হন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 92 বছর। মাল্টি অর্গান ফেলিওরের জন্যই তাঁর মৃত্যু হয় বলে মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়। আজই মুম্বইয়ের শিবাজি পার্কে সন্ধে 6.30 মিনিটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে (Lata Mangeshkar Last Rites)। সকাল 8.12 মিনিটে 'ভারতরত্ন' লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর জানান, ব্রিচক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি। জানুয়ারিতে করোনা আক্রান্ত হন তিনি। প্রায় 28 দিন তিনি এই হাসপাতালে চিকিসাধীন ছিলেন। তাঁর কন্ঠস্বরের জন্য তাঁকে ‘নাইটিংগেল অফ ইন্ডিয়া’ বলেও আখ্যা দেওয়া হয়।
হাসপাতাল থেকে তাঁর বাসভবন 'প্রভুকুঞ্জে' তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হবে বেলা 12.30 মিনিটে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানাবেন পরিবারের সদস্য এবং অগণিত ভক্তরা। দুপুর 3টে পর্যন্ত সেখানেই তাঁর মরদেহ শায়িত থাকবে। লতা মঙ্গেশকরের মৃত্যুতে 2 দিনের রাষ্ট্রীয় শোক ইতিমধ্যেই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই দু'দিন দেশব্যাপী সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দেশের সর্বত্রই জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।