পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অসুস্থ লতা মঙ্গেশকর - অসুস্থ লতা মঙ্গেশকর

নিউমোনিয়ায় ভুগছিলেন লতা মঙ্গেশকর । রবিবার গভীর রাতে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় । নিয়ে যাওয়া হয় হাসপাতালে । শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আজ তাঁকে বাড়ি নিয়ে আসা হয়েছে ।

ছবি

By

Published : Nov 11, 2019, 5:23 PM IST

Updated : Nov 11, 2019, 5:37 PM IST

মুম্বই : অসুস্থ লতা মঙ্গেশকর । শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় গতরাতে তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভরতি করা হয় । আজ শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে বাড়ি নিয়ে আসা হয়েছে ।

সূত্রের খবর, নিউমোনিয়ায় ভুগছিলেন লতা মঙ্গেশকর । রবিবার গভীর রাতে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় । সঙ্গে সঙ্গে রাত দেড়টা নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হয় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে । সেখানে ডাঃ ফারুক ই উদওয়াদিয়ার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল । শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ বিকেলের দিকে বাড়ি নিয়ে আসা হয়েছে লতা মঙ্গেশকরকে ।

গতকাল নিজের ভাইঝি পদ্মিনী কোলাপুরিকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেছিলেন লতা মঙ্গেশকর । 'পানিপথ' ছবিতে গোপিকা বাইয়ের চরিত্রে অভিনয় করবেন পদ্মিনী । গোবিকা বাই চরিত্রটির একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, "নমস্কার । আমার ভাইঝি পদ্মিনী কোলাপুরি একজন ভালো শিল্পী । পানিপথ ছবিতে গোপিকা বাইয়ের চরিত্রে অভিনয় করছে সে । পদ্মিনীকে আমি আশীর্বাদ করছি । আশুতোষ আর ওর টিমকে এই ছবির জন্য শুভেচ্ছা জানাচ্ছি ।"

Last Updated : Nov 11, 2019, 5:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details