মুম্বই : সুস্থ আছেন লতা মঙ্গেশকর। ধীরে ধীরে তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। জানানো হল গায়িকার টিমের তরফ থেকে।
ANI-এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে 'লতা মঙ্গেশকর টিম'-এর এই বার্তা প্রচার করা হয়েছে। সেখানে লেখা, "লতা দিদি এখন স্টেবল ও ধীরে ধীরে উন্নতির হচ্ছে তাঁর স্বাস্থ্যের। সবাইকে অনুরোধ যে, দয়া করে গুজবে কান দেবেন না ও নিজেদের প্রতিক্রিয়া জানাবেন না। আসুন আমরা সবাই ওঁর দীর্ঘজীবন কামনা করি।"