পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"গুজবে কান দেবেন না" - Lata Mangeshkar latest news

লতা মঙ্গেশকরের স্বাস্থ্য় প্রসঙ্গে জানালেন তাঁর মুখপাত্র।

Lata Mangeshkar latest news

By

Published : Nov 15, 2019, 8:57 AM IST

মুম্বই : সুস্থ আছেন লতা মঙ্গেশকর। ধীরে ধীরে তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। জানানো হল গায়িকার টিমের তরফ থেকে।

ANI-এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে 'লতা মঙ্গেশকর টিম'-এর এই বার্তা প্রচার করা হয়েছে। সেখানে লেখা, "লতা দিদি এখন স্টেবল ও ধীরে ধীরে উন্নতির হচ্ছে তাঁর স্বাস্থ্যের। সবাইকে অনুরোধ যে, দয়া করে গুজবে কান দেবেন না ও নিজেদের প্রতিক্রিয়া জানাবেন না। আসুন আমরা সবাই ওঁর দীর্ঘজীবন কামনা করি।"

আবার অন্যদিকে PTI সূত্রে জানা যাচ্ছে যে, "ওঁর স্বাস্থ্য হয়তো আগের থেকে একটু ভালো, কিন্তু সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। ওঁর নিউমোনিয়া ও ফুসফুসে সংক্রমণ হয়েছে। এই রোগে আক্রান্ত সবারই সুস্থ হতে একটু সময় লাগে।"

.

পুরো দেশ লতা মঙ্গেশকরের সুস্থতা কামনা করছে। তিনি আপাতত ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভরতি রয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details