মুম্বই : কয়েকদিন আগে কৃষক আন্দোলন প্রসঙ্গে রিয়ানা বা মিয়া খলিফার 'নাক গলানো' নিয়ে বিরোধীতা করেছিলেন লতা মঙ্গেশকর । তখন নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয় সুর সম্রাজ্ঞীকে । আর এবার বীর সভরকরকে জন্মবার্ষিকীর প্রণাম জানিয়ে বিপাকে লতা ।
গতকাল সভরকরের জন্মবার্ষিকীতে একটি টুইট করেন লতা । লেখেন, "আজ মহান দেশপ্রেমিক বীর সভরকরের পুণ্যতিথিতে পুরো মঙ্গেশকর পরিবারের তরফ থেকে কোটি কোটি প্রণাম ।"
লতার এই টুইটের পর থেকেই সমালোচনার ঝড় বইছে সোশাল মিডিয়ায় । শোনা যায়, সভরকর নাকি ব্রিটিশ সরকারের কাছে মাথা নুইয়ে স্বাধীনতা আন্দোলনের পথ থেকে সরে গেছিলেন । ফলে তাঁকে 'বীর' বলায় আপত্তি রয়েছে অনেকেরই ।
বীর সভরকর বা বিনায়ক দামোদর সভরকরের জন্ম 28 মে 1833 । ভারতীয় স্বাধীনতা সংগ্রামে 'হিন্দুত্ব' প্রতিষ্ঠা করেছিলেন বীর । হিন্দু মহাসভার দাপুটে নেতা ছিলেন তিনি । 1966 সালের 26 তারিখ মৃত্যু হয় সভরকরের । শোনা যায়, 1 ফেব্রুয়ারি থেকেই জল, ওষুধপত্র ও খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি ।