মুম্বই : কোরোনা আতঙ্ক থাবা বসিয়েছে দেশের প্রায় সব জায়গাতেই । প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতির মোকাবিলা করতে মহারাষ্ট্র সরকারের তরফে একটি ত্রাণ তহবিল তৈরি করা হয়েছে । সেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সাহায্যের আবেদন জানানো হয় । ইতিমধ্যেই সরকারের আবেদনে সাড়া দিয়েছেন অনেকেই । আর এবার সাহায্যের জন্য এগিয়ে গেলেন বর্ষীয়ান গায়িকা লতা মঙ্গেশকর । ওই তহবিলে 25 লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি ।
মহারাষ্ট্র সরকারের ত্রাণ তহবিলে 25 লাখ টাকা অনুদান লতার - lata mangeshkar rs 25 lakh
কোরোনা মোকাবিলায় মহারাষ্ট্র সরকারের ত্রাণ তহবিলে 25 লাখ টাকা অনুদান দিলেন বর্ষীয়ান গায়িকা লতা মঙ্গেশকর ।
আজ টুইট করে অনুদানের কথা ঘোষণা করেন লতা । লেখেন, "এই কঠিন পরিস্থিতির মধ্যে সরকারকে সাহায্য করা আমাদের কর্তব্য । মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 25 লাখ টাকা দিচ্ছি আমি । সবাইকে অনুরোধ করব নিজেদের সাধ্য মতো টাকা দিয়ে সরকারকে এই পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করুন ।"
গত বছর হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন লতা মঙ্গেশকর । তাঁকে ভরতি করা হয়েছিল মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে । বেশ কিছুদিন হাসপাতালেই ভরতি ছিলেন তিনি । তারপর সুস্থ হয়ে বাড়ি ফেরেন । এরপরই দেশে থাবা বসাতে শুরু করে কোরোনা । এই পরিস্থিতিতে এখন কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । বাদ যাননি বর্ষীয়ান এই গায়িকাও । তবে বাড়িতে থাকলেও সবার মতোই দেশের বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছেন । পাশাপাশি বলিউডের অন্য তারকাদের মতো সরকারের দিকে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছেন তিনিও । এর আগে অনুদান দিয়েছেন অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান থেকে শুরু করে অনুষ্কা শর্মা, কৃতি শ্যানন, শিল্পা শেট্টি, রাজকুমার রাও, দিলজিৎ দোসাঞ্জ, অনুষ্কা শর্মা, গায়ক গুরু রণধাওয়া সহ আরও অনেকে ।