ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শহিদ দিবসে সোশাল মিডিয়ায় শ্রদ্ধা জ্ঞাপন লতা ও কঙ্গনার - Shaheed Diwas

শহিদ দিবস উপলক্ষ্যে আজ বীর শহিদদের শ্রদ্ধা জানান লতা মঙ্গেশকর ও কঙ্গনা রানাওয়াত । শহিদদের শ্রদ্ধা জানিয়ে সোশাল মিডিয়ায় গান ও কবিতা পোস্ট করেন তাঁরা ।

xcv
xvc
author img

By

Published : Mar 23, 2020, 11:24 PM IST

মুম্বই : আজ শহিদ দিবস । 1931 সালের আজকের দিনেই ফাঁসি দেওয়া হয়েছিল ভগত সিং, রাজগুরু এবং সুখদেবকে । ঐতিহাসিক এই ঘটনাকে স্মরণ করতেই 23 মার্চ গোটা দেশে পালিত হয় শহিদ দিবস । সোশাল মিডিয়ায় শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন লতা মঙ্গেশকর ও কঙ্গনা রানাওয়াত ।

নিজের গাওয়া 'সারফারোশি কি তামান্না' গানটি আজ টুইটারে শেয়ার করেন লতা । তার ক্যাপশনে লেখেন, "ভারতমাতার বীর সুপুত্র ভগত সিং, রাজগুরু এবং সুখদেবকে শহিদ দিবসে আমার কোটি কোটি প্রণাম ।"

তবে শুধু লতাই নন । শদিহদের শ্রদ্ধা জানান কঙ্গনা রানাওয়াতও । আজ 33 বছরে পা দিয়েছেন তিনি । সোশাল মিডিয়ায় শহিদ দিবস নিয়ে একটি ভিডিয়ো বার্তা দেন । যেখানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি । ভিডিয়োটি টুইটারে শেয়ার করেন তাঁর দিদি রঙ্গোলি চান্দেল ।

ভিডিয়োয় ট্র্যাডিশনাল লুকে দেখা গিয়েছে কঙ্গনাকে । গোলাপি শাড়ির সঙ্গে মানানসই সোনার গয়না পরেন তিনি । তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ভিডিয়োতে পরিবার, বন্ধু এবং সহকর্মীদের ধন্যবাদ জানান । তার পরেই আবৃত্তি করেন কৈফি আজ়মির লেখা বিখ্যাত কবিতা 'আব তুমহারে হাওয়ালে ওয়াতন সাথিও...'

পাশাপাশি জন্মদিন উপলক্ষ্যে পুজোর আয়োজন করা হয়েছিল । পরিবারের সবার সঙ্গে পুজো করতে দেখা যায় তাঁকে ।

ABOUT THE AUTHOR

...view details