মুম্বই : ল্যাকমে ফ্যাশন উইক উইন্টার/ফেস্টিভ 2019-র শুরু করলেন ফ্যাশন ডিজ়াইনার মনীশ মলহোত্রা । সঙ্গে নিজের নতুন কালেকশন 'মাহরুমিশা'-রও লঞ্চ করলেন ।
মনীশের হাত ধরে শুরু ল্যাকমে ফ্যাশন উইক - Katrina Kaif
20 বছরে পা রাখল ল্যাকমে ফ্যাশন উইক । গতকাল শো শুরু করলেন ফ্যাশন ডিজ়াইনার মনীশ মলহোত্রা । এক সপ্তাহের এই ফেস্টের শো স্টপার হিসেবে দেখা গেল ক্যাটরিনা ক্যাফকে ।
![মনীশের হাত ধরে শুরু ল্যাকমে ফ্যাশন উইক](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4195484-123-4195484-1566359393760.jpg)
ল্যাকমে ফ্যাশন উইক
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা ক্যাফ ছিলেন শো স্টপার । এবছর ল্যাকমে ফ্যাশন উইক 20 বছরে পা রাখল । শো'তে সবুজ ল্যাহেঙ্গাতে অপূর্ব লাগছিলেন ক্যাটরিনা ।
শো'তে টেক্সচর ও ফ্যাবরিকের মাল্টিকালেকশন দেখা গেল । ইন্ডিয়ান ও ওয়েস্টার্ন সিলেট কার্টন, সিল্ক, উল ও ভেলভেটের কারুকার্য পেশ করা হয় । নিজের কালেকশন সম্পর্কে মনীশ বলেন, "কালেকশন বিউটি থেকে অনুপ্রাণিত । সৌন্দর্যই সবার উপরে । আমাদের কিছু বড় করার ইচ্ছে ছিল, জীবনের থেকেও বড় । আমি খুশি যে আমি সেটা করতে পেরেছি ।"
Last Updated : Aug 21, 2019, 9:44 AM IST