পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'লাল সিং চাড্ডা'-র শুটিংয়ে হিমাচল প্রদেশে আমির - লাল সিং চাড্ডা

শুটিংয়ের জন্য হিমাচল প্রদেশে যান আমির খান । চিনতে পেরে অনেকেই সেলফি তোলেন তাঁর সঙ্গে ।

dfg
dgf

By

Published : Jan 9, 2020, 2:04 PM IST

মুম্বই : মুখে দাড়ি । মাথায় লম্বা চুল । গায়ে সোয়েটার । এক ঝলকে আমির খানকে দেখে চেনা মুশকিল । সম্প্রতি শুটিংয়ের জন্য হিমাচল প্রদেশে যান তিনি । প্রথমে ওই লুকে তাঁকে অনেকেই চিনতে পারেননি । পরে অবশ্য বুঝতে পেরে তাঁর সঙ্গে সেলফি তোলেন ফ্যানরা ।

আপকামিং ছবি 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত আমির । এটি আসলে 1994 সালে মুক্তি পাওয়া হলিউড ছবি ফরেস্ট গাম্পের রিমেক । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস । গোটা দেশেই বেশ ভালো চলেছিল ছবিটি । আর সেই আইকনিক চরিত্রে অভিনয় করছেন আমির । তিনি ছাড়াও ছবিতে রয়েছেন করিনা কাপুর ও বিজয় সেতুপতি ।

আর ছবির শুটিংয়ের জন্য দেশের বিভিন্ন অংশে যাচ্ছেন তিনি । কিন্তু, লুক দেখে তাঁকে চিনতেই পারছেন না অনেকে । সম্প্রতি শুটিংয়ের জন্য হিমাচল প্রদেশে যান তিনি । প্রথমে কেউ তাঁকে চিনতেই পারেননি । পরে চিনতে পেরে তাঁর সঙ্গে সেলফি তোলেন অনেকে । আর সেই ফোটো শেয়ার করেন সোশাল মিডিয়ায় । মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ওই ছবিগুলি । দূর থেকে তাঁর শুটিংয়ের ভিডিয়ো করেন অনেকে ।

আবার কারও ফোনে নিজেই সেলফি তুলে দেন আমির । সামনে এসেছে সেই ছবিও ।

তবে শুধু হিমাচল প্রদেশই নয় এর আগে জয়সালমির ও কলকাতায় এই ছবির শুটিং করতে এসেছিলেন আমির । তখনও তাঁকে এক ঝলকে দেখে কেউ চিনতেই পারেনি । ভোরের দিকে হাওড়া ব্রিজে শুটিং সারেন । এরপর সেখান থেকে যান বেনিয়াটোলা । প্রত্যেক ছবিতেই নজর কাড়ে আমিরের লুক । প্রত্যেকবারই লুক নিয়ে চলে এক্সপেরিমেন্ট । আর চরিত্র অনুযায়ী নিজের শরীরকেও বদলান তিনি । 'লাল সিং চাড্ডা'ও ব্যতিক্রম নয় ।

এর আগে 'ঠাগস অফ হিন্দুস্থান' ছবিতে অভিনয় করেছিলেন আমির । তারপর এক বছর নতুন কোনও প্রোজেক্টে হাত দেননি । তাই আমিরের পরবর্তী ছবির জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা । সব ঠিক থাকলে 2020 সালের ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি ।

ABOUT THE AUTHOR

...view details