পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নাগা সাধুর বেশে সইফ, মুক্তি পেল নতুন পোস্টার - লাল কাপ্তান পোস্টার

'লাল কাপ্তান' ছবির নতুন পোস্টার দেখলে চমকাতে হয়। নাগা সাধুর বেশে সইফ একেবারে তীক্ষ্ণ অবতারে।

Laal Kaptaan poster

By

Published : Sep 23, 2019, 5:36 PM IST

মুম্বই : বেশ কিছুদিন ধরেই বড় পরদায় অনুপস্থিত সইফ আলি খান। ফিরলেন এক বড় চমকের সঙ্গে। নাগা সাধুর বেশে তাঁকে দেখতে মুখিয়ে দর্শক।

ছবির নির্মাতারা শেয়ার করেছেন নতুন পোস্টার। ক্যাপশনে লিখেছেন, "চোখে তার রক্ত, মনে তার প্রতিহিংসা। 'লাল কাপ্তান' থিয়েটারে আসবে 18 অক্টোবর থেকে। আর তার শিকার প্রকাশে আসবে আগামীকাল।"

রাজস্থানের গরমে লম্বা চুল নিয়ে এই ছবির জন্য শুটিং করেছেন সইফ আলি খান। কানও ফুটো করেছেন তিনি এই চরিত্রের জন্য। মেকআপের জন্য প্রায় দু'ঘণ্টা বরাদ্দ করা ছিল সইফের পিছনে।

নভদীপ সিংয়ের পরিচালনায় এই ছবির মুক্তি 18 অক্টোবর।

ABOUT THE AUTHOR

...view details