মুম্বই : বেশ কিছুদিন ধরেই বড় পরদায় অনুপস্থিত সইফ আলি খান। ফিরলেন এক বড় চমকের সঙ্গে। নাগা সাধুর বেশে তাঁকে দেখতে মুখিয়ে দর্শক।
ছবির নির্মাতারা শেয়ার করেছেন নতুন পোস্টার। ক্যাপশনে লিখেছেন, "চোখে তার রক্ত, মনে তার প্রতিহিংসা। 'লাল কাপ্তান' থিয়েটারে আসবে 18 অক্টোবর থেকে। আর তার শিকার প্রকাশে আসবে আগামীকাল।"