পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রস্তুতি নিচ্ছেন কুণাল খেমু - কুণাল খেমু

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন কুণাল । সেখানে পিছন ফিরে শরীর চর্চা করতে দেখা গিয়েছে তাঁকে । আর এই ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "কাজ চলছে । ডায়েট খুব বেশি করছি না ।"

asd
asd

By

Published : Nov 22, 2020, 2:31 PM IST

মুম্বই : আপকামিং ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন কুণাল খেমু । সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে একথা জানিয়েছেন তিনি ।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন কুণাল । সেখানে পিছন ফিরে শরীর চর্চা করতে দেখা গিয়েছে তাঁকে । আর এই ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "কাজ চলছে । ডায়েট খুব বেশি করছি না ।"

কয়েক দিন আগেই ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে কুণালের ছবি 'লুটকেস'। সেখানে রাসিকা দুগ্গল, রণবীর সোরে, বিজয় রাজ, গজরাজ রাওয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । সেখানে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয় । এছাড়াও মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ় 'অভয়'-এর দ্বিতীয় ইনস্টলমেন্ট ।

পাশাপাশি কাজ না থাকলেই মেয়ে ইনায়ার সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে কুণালকে । কখনও সমুদ্রের ধারে, আবার কখনও বাড়িতে বসে মেয়ের সঙ্গে খেলতে দেখা গিয়েছে তাঁকে । এমনকী, গত মাসেই মেয়ের নামে বুকে ট্যাটু করান তিনি ।

ABOUT THE AUTHOR

...view details