পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শুধু হৃতিক নয়, 'কৃষ 4'-এ থাকছে মহিলা সুপারহিরো ? - হৃতিক রোশনের কৃষ ৪

'কৃষ 4' ছবিতে নাকি শুধু সুপারহিরো নয়, সুপারহিরোইনও থাকবে । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী হৃতিক ছাড়াও আর এক সুপারন্যাচরাল চরিত্র থাকবে 'কৃষ 4'-এ । এবং সেটি মহিলা হওয়ার সম্ভাবনা রয়েছে ।

hrithik roshan in krrish 4
hrithik roshan in krrish 4

By

Published : Dec 11, 2020, 1:51 PM IST

মুম্বই : 'কৃষ 3' ছবিতে ডাবল রোলে অভিনয় করেছিলেন হৃতিক রোশন । আর 'কৃষ 4'-এ নাকি চারটি আলাদা চরিত্রে অভিনয় করবেন তিনি । এই খবর শোনা গেছিল কয়েক মাস আগেই । তবে চমকটা রয়েছে অন্য জায়গায় ।

শোনা যাচ্ছে, হৃতিক ছাড়াও আর এক সুপারন্যাচরাল চরিত্র থাকবে 'কৃষ 4'-এ । এবং সেটি এক মহিলা সুপারহিরোর চরিত্র ।

এর আগে এই ফ্র্যাঞ্চাইজ়ির তিনটি ছবিতে মহিলা চরিত্রদের সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি । তারা পুরুষ চরিত্রকে অনুপ্রাণিত করেছে, চালনা করেছে হয়তো, তবে সিনেমায় তাদের নিজস্ব কোনও ভূমিকা ছিল না । এবার সেই প্যাটার্নটি ভাঙতে চলেছে নির্মাতার ।

এটাও শোনা যাচ্ছে, কিয়ারা আদবানীকে চরিত্রটির জন্য অ্যাপ্রোচ করা হয়েছে । তিনি নাকি হৃতিকের লাভ ইন্টারেস্টও হতে চলেছেন । তাহলে প্রিয়াঙ্কা চোপড়ার ট্র্যাক কি বন্ধ করা হবে ? নাকি কিয়ারার এখনকার জনপ্রিয়তা দেখেই এই সিদ্ধান্ত ? তা জানা যায়নি ।

তবে পুরোটাই এখন আলোচনার স্তরে । কিছুই স্থির হয়নি । তার জন্য একটু অপেক্ষা করতে হবে 'কৃষ' অনুরাগীদের ।

ABOUT THE AUTHOR

...view details