মুম্বই : চিতার সঙ্গে ছবিটি তুলে কৃতি লিখেছেন, "ও একটা সেলফি তুলতে চেয়েছিল! আমি না বলতে পারিনি।"
কৃতির এই পোস্টে কেউ লিখেছেন, "এটা ভুল। ও তোমার পোষ্যও নয়, তোমার এন্টারটেনারও নয়। তাই এইধরনের কার্যকলাপ বন্ধ করার চেষ্টা কর। বন্য প্রকৃতির প্রতি এতটা অশ্রদ্ধা দেখিও না।"
সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড়
তো আবার কারো মতে, "ওরা বন্য প্রাণী। ওদের উপর অত্যাচার করে, ওদের ট্রেনিং দিয়ে এরকম বানিয়ে তোলা হচ্ছে। শুধুমাত্র বিনোদনের জন্য ওদের এরকম ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে।"
অনেকেই মেনে নিতে পারেননি বন্য প্রাণীর সঙ্গে কৃতির এই ব্যবহার
তবে কৃতি এই সমস্ত সমালোচনার কড়া জবাব দিয়েছেন। লিখেছেন, "ওদের ধরে আনা হয়নি। ওরা এখানেই বড় হয়েছে, এই জায়গাটা ওরা খুব ভালো করে চেনে। এটা একটা ন্যাশনাল পার্ক। এরকম অনেক প্রাণীই রয়েছে যারা মুক্তভাবে ঘুরে বেড়ায়। শুধুমাত্র হাঁটতে যাওয়ার সময়ে ওদের শিকল দিয়ে বাঁধা হয়।"