মুম্বই : এই তো গতকাল ডাব্বু রত্নানির ফোটোশুটে একেবারে ঝরঝরে ছিলেন কৃতি । এর মধ্যে প্রেগনেন্টও হয়ে গেলেন ? না, এতে আশ্চর্যের কিছু নেই, কারণ ওভারনাইট এরকম অনেক কিছুই হয়ে যেতে হয় অভিনেতা-অভিনেত্রীদের.....
সোশাল মিডিয়ায় যে ছবিটা ফাঁস হয়েছে সেটি আসলে 'মিমি' ফিল্ম সেটের । সেই ছবিতে এক সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করছেন কৃতি । একেবারে সাদামাটা লুকে, ব্রাউন সোয়েটার পরা কৃতিকে দেখা গেল বেশ বড়সড় একটা বেবি বাম্প নিয়ে ।
'মিমি' একটা মারাঠী ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম 'মালা আই ভায়াচি'-র হিন্দি রিমেক । লক্ষ্মণ উটেকর পরিচালিত এই ফিল্মে রয়েছেন একাধিক তাবড় অভিনেতা-অভিনেত্রীরা । রয়েছেন সাই থামহনকর, পঙ্কজ ত্রিপাঠী, সুপ্রিয়া পাঠক সহ আরও অনেকে ।
ছবিটির জন্য 15 কেজি ওজন বাড়িয়েছেন কৃতি । এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, "আমি এই পরিবর্তনটা নিয়ে খুব খুশি । চরিত্রটি আমার খুব কাছের । তাই আমি যতটা পারব নিজেকে উজাড় করে দেব, প্রয়োজন পড়লে অন্য কাজেও হাত দেব না ।"
সম্প্রতি জয়পুরে শেষ হয়েছে 'মিমি'-র দ্বিতীয় শিডিউল ।