পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রিপোর্ট : কোরোনা আক্রান্ত কৃতি - কৃতি স্যাননের খবর

শোনা যাচ্ছে কোরোনায় আক্রান্ত কৃতি স্যানন । সম্প্রতি চণ্ডীগড় থেকে শুটিং করে মুম্বই ফিরেছিলেন অভিনেত্রী । আর আসার পরই তাঁর কোরোনা ধরা পড়ে ।

kriti sanon corona positive
kriti sanon corona positive

By

Published : Dec 8, 2020, 10:43 AM IST

মুম্বই : কোরোনা আক্রান্ত কৃতি স্যানন । শোনা যাচ্ছে চণ্ডীগড় থেকে শুটিং সেরে ফেরার পরই এই রোগ ধরা পড়েছে তাঁর ।

সম্প্রতি রাজকুমার রাওয়ের সঙ্গে চণ্ডীগড়ে একটি ছবির শুটিং করতে গেছিলেন কৃতি । শুটিং শেষ করে মহানন্দে মুম্বই ফিরেছিলেন তিনি । কিন্তু এসেই এই দুঃসংবাদ ।

যদিও কোরোনার সঙ্গে লড়াই করাটা এখন খুব একটা নতুন কিছু নয় । আমাদের শরীর অভিযোজিত হয়ে আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে, ডাক্তাররাও আজ অনেক বেশি ওয়াকিবহাল হয়ে উঠেছেন এই জীবাণুর গতিপ্রকৃতি সম্পর্কে ।

প্রত্যেকদিন হাজার হাজার মানুষ সুস্থ হয়ে উঠছেন । কোরোনা এখন আর আগের মতো ত্রাস নয় আমাদের জীবনে । বরং এই জীবাণুকে বাঁচিয়ে চলাই জীবন । তাই কৃতির যদি এই রোগ হয়েও থাকে, তাহলে তা তিনি খুব তাড়াতাড়ি জয় করবেন আশা করা যায় ।

যদিও কৃতি এখনও অফিশিয়ালি কিছু জানাননি, তবে তাঁর অনুরাগীরা ইতিমধ্যেই অভিনেত্রীর আরোগ্য কামনায় মত্ত ।

ABOUT THE AUTHOR

...view details