মুম্বই : লকডাউনের সময়টা অনেকের যেমন ভালো লাগছে, অনেকেরই আবার খারাপ লাগছে । কয়েকদিন আগে কিয়ারা আদবানী জানালেন যে, লকডাউনকে বেশ উপভোগ করছেন তিনি । কিন্তু, কৃতি স্যানন বোধহয় এবার খুব একটা স্বাভাবিক থাকতে পারছেন না বাড়িতে ।
কখনও তিনি কাচের জানলা আঁচড়াচ্ছেন তো কখনও নিজের মাথায় গুলি করার অভিনয় করছেন । লকডাউনে পাগল পাগল অবস্থা কৃতির ।