পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"প্রথম সিনেমা মুক্তির আগেই দ্বিতীয়টির অফার পেয়ে যান স্টার কিডরা" - kriti sanon on her bollywood journey

বলিউডে এখন চুটিয়ে কাজ করছেন কৃতি । আর এতদিন যা কিছু পেয়েছেন তার জন্য বলিউড ইন্ডাস্ট্রির কাছে তিনি কৃতজ্ঞ । তবে একজন স্টার কিড হলে বলিউডে যাত্রাটা আরও সহজ হত বলে মনে করেন তিনি ।

sdf
xd

By

Published : Apr 28, 2020, 9:25 AM IST

মুম্বই : ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন কৃতি শ্যানন । প্রথম সারির একাধিক তারকার সঙ্গে কাজও করেছেন তিনি । এতদিন যা কিছু পেয়েছেন তার জন্য বলিউড ইন্ডাস্ট্রির কাছে তিনি কৃতজ্ঞ । তবে একজন স্টার কিড হলে বলিউডে তাঁর যাত্রাটা আরও সহজ হত বলে মনে করেন তিনি ।

কৃতির পরিবারের কারও সঙ্গেই বলিউডের কোনও যোগাযোগ নেই । অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই বলিউডে পা রাখেন তিনি । তবে ক্যারিয়ারের শুরুটা খুব একটা ভালো ছিল না । সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কৃতি বলেন, "যদি তুমি কোনও স্টার কিড না হও তাহলে দ্বিতীয় সিনেমার জন্য তোমাকে অনেকটা অপেক্ষা করতে হবে । প্রথম সিনেমা মুক্তি পাবে । তারপর তুমি দ্বিতীয় ছবির অফার পাবে । কিন্তু, স্টার কিডদের ক্ষেত্রে সেটা হয় না । প্রথম সিনেমা মুক্তি পাওয়ার আগেই দ্বিতীয় ছবির অফার এসে যায় তাঁদের কাছে ।"

তিনি আরও বলেন, "স্টার কিড হওয়ার ফলে কোনও কারণ ছাড়াই তুমি ম্যাগাজ়িনের কভারে স্থান পেয়ে যেতে পারো । আর স্টার কিড না হলে কোনও ম্যাগাজ়িনের কভারে জায়গা পেতে তোমার অনেকটা সময় লেগে যাবে । ভোগের কভারে জায়গা পেতে আমার তিন বছর সময় লেগেছিল । তাও এখনও পর্যন্ত সেটা একবারই পেয়েছিলাম ।"

দু'বছর আগে কোনও প্রোজেক্ট ছাড়াই ভোগ ম্যাগাজ়িনের কভারে জায়গা পেয়েছিলেন শাহরুখ কন্যা সুহানা । আর তা নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে । পাশাপাশি 'কেদারনাথ' মুক্তির আগেই পরবর্তী ছবি 'সিম্বা'-র অফার দেওয়া হয় সারা আলি খানকে ।

কৃতি বলেন, "মাঝে মধ্যে বিষয়গুলো দেখলে খুব খারাপ লাগে । যে কিছু মানুষ খুব সহজেই সুযোগ পেয়ে যান, আর আমরা যারা বাইরে থেকে আসি তাদের দেওয়া হয় না । কিন্তু, সেই বিষয়গুলোকে বেশি গুরুত্ব না দেওয়াই ভালো । কারণ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো নিয়ে ভাবা দরকার । পাশাপাশি ইন্ডাস্ট্রির বাইরের একজন মানুষ হিসেবে যে সুযোগগুলো পাওয়া গিয়েছে সেই দিকগুলো নিয়ে চিন্তাভাবনা করা উচিত বলেই মনে হয় ।"

পরবর্তী ছবি 'মিমি'-তে অভিনয় করবেন কৃতি । এটি জাতীয় পুরস্কার প্রাপ্ত একটি মারাঠি ছবির হিন্দি রিমেক । ছবিতে একজন সারোগেট মায়ের চরিত্রে দেখা যাবে কৃতিকে । এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন পঙ্কজ ত্রিপাঠী, মনোজ পাহওয়া, সুপ্রিয়া পাঠক । সব ঠিক থাকলে জুলাইতে মুক্তি পেতে পারে ছবিটি ।

ABOUT THE AUTHOR

...view details