পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

14 পাকে বাঁধা পড়তে প্রস্তুত কৃতি ও ভিক্রান্ত ! - Kriti Kharbanda 14 Phere

সম্প্রতি শুরু হয়েছে কৃতি খরবান্দা ও ভিক্রান্ত ম্যাসির আপকামিং ছবি '14 ফেরে'-র শুটিং । সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে একথা জানিয়েছেন তাঁরা ।

sdf
sdf

By

Published : Nov 27, 2020, 10:58 AM IST

মুম্বই : সাত নয়, একেবারে চোদ্দ পাকে বাঁধা পড়তে চলেছেন কৃতি খরবান্দা ও ভিক্রান্ত ম্যাসি । আর এই চোদ্দ পাক নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছেন তাঁরা । তবে সত্যি সত্যিই তাঁরা বিয়ে করছেন না ।

আসলে তাঁদের পরবর্তী ছবি '14 ফেরে'। সম্প্রতি এই ছবির শুটিং করেছেন ভিক্রান্ত ও কৃতি । আর সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে অনুরাগীদের সেকথা জানিয়েছেন অভিনেত্রী ।

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন কৃতি । সেখানে কৃতি ও ভিক্রান্তকে একটি ট্রেনের জানলা দিয়ে মুখ বের করে রাখতে দেখা গিয়েছে । সেভাবেই হাসি মুখে ক্যামেরাতে পোজ় দিয়েছেন তাঁরা । আর তাঁদের সামনে ক্ল্যাপবোর্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে পরিচালক দেবাংশু সিংকে ।

ছবির ক্যাপশনে কৃতি লেখেন, "কথা দিচ্ছি যে দ্বিগুন আনন্দ দিতে চলেছে এই ছবি । #14ফেরে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বর-বউ ! ছবিতে আমার সঙ্গে দেখা যাবে ভিক্রান্তকে । পরিচালনায় দেবাংশু । শুটিং শুরু হয়েছে । #ব্যাকইনঅ্যাকশন"।

এরপর কৃতির সঙ্গে ওই ট্রেনের সামনে ক্ল্যাপবোর্ড হাতে নিয়ে দাঁড়িয়ে ইনস্টাগ্রাম প্রোফাইলে আরও একটি ছবি পোস্ট করেন ভিক্রান্ত ।

তবে শুটিং শুরু হলেও ছবির বিষয়বস্তু সম্পর্কে নির্মাতাদের তরফে এখনও কিছুই বলা হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details