মুম্বই : সাত নয়, একেবারে চোদ্দ পাকে বাঁধা পড়তে চলেছেন কৃতি খরবান্দা ও ভিক্রান্ত ম্যাসি । আর এই চোদ্দ পাক নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছেন তাঁরা । তবে সত্যি সত্যিই তাঁরা বিয়ে করছেন না ।
আসলে তাঁদের পরবর্তী ছবি '14 ফেরে'। সম্প্রতি এই ছবির শুটিং করেছেন ভিক্রান্ত ও কৃতি । আর সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে অনুরাগীদের সেকথা জানিয়েছেন অভিনেত্রী ।
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন কৃতি । সেখানে কৃতি ও ভিক্রান্তকে একটি ট্রেনের জানলা দিয়ে মুখ বের করে রাখতে দেখা গিয়েছে । সেভাবেই হাসি মুখে ক্যামেরাতে পোজ় দিয়েছেন তাঁরা । আর তাঁদের সামনে ক্ল্যাপবোর্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে পরিচালক দেবাংশু সিংকে ।