পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ম্যালেরিয়ায় আক্রান্ত কৃতি খারবান্দা - Kriti Shares Malaria Face

ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন কৃতি খারবান্দা । ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে অনুরাগীদের একথা নিজেই জানিয়েছেন তিনি ।

asd
asd

By

Published : Nov 6, 2020, 5:00 PM IST

মুম্বই : 29 অক্টোবর জন্মদিন পালন করেছিলেন কৃতি খারবান্দা । আর তারপরই ম্যালেরিয়ায় আক্রান্ত হন তিনি । আর সেই খবর নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী ।

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে 'তইশ'। সেখানে পুলকিত সম্রাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল তাঁকে । এই ছবিতে কৃতির অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের । আপকামিং ছবি '14 ফেরে'-তে বিক্রান্ত ম্যাসির সঙ্গে স্ক্রিন শেয়ার করার কথা ছিল তাঁর । শীঘ্রই এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, তার মধ্যেই ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন কৃতি । আর তার জেরেই পিছিয়ে গিয়েছে দেবাংশু সিং পরিচালিত এই ছবির শুটিং ।

ইনস্টাগ্রাম স্টোরিতে সম্প্রতি একটি ছবি পোস্ট করেন কৃতি । ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার পর তাঁকে ঠিক কেমন দেখতে হয়েছে তা সেই ছবির মাধ্যমে তুলে ধরেন তিনি ।

ছবির ক্যাপশনে লেখেন, "ম্যালেরিয়া হওয়ার পর আমাকে এমন দেখতে হয়েছে । কাজে যোগ দিতে চাই । যাঁরা আমাকে নিয়ে চিন্তা করছেন তাঁদের বলছি আজ অনেকটা ভালো আছি । আশাকরি আগামীকাল আরও ভালো থাকব । সময়ের সঙ্গে সঙ্গে কেমন যেন একটা বিরক্ত লাগছে, যাই হোক ঠিক আছে ! এই বছর আমাকে ধৈর্য ও নিজেকে ভালোবাসতে শিখিয়েছে । আপনাদের সবাইকে আমার আপডেট দিতে থাকব । ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ ।"

ম্যালেরিয়ায় আক্রান্ত কৃতি (ফোটো সৌজন্যে : ইনস্টাগ্রাম)

আর এই পোস্টের নিচে অনুরাগীদের মজার মিম শেয়ার করার অনুরোধ করেছেন তিনি । লেখেন, "দয়া করে মজার মিম শেয়ার করুন । বিশ্রাম নিয়ে আমি বোর হয়ে গিয়েছি । আর এই মুহূর্তে আমার কিছুই করার নেই ।"

ABOUT THE AUTHOR

...view details