মুম্বই : লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর বাড়িতে দেখা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । রাষ্ট্রপতির দেখা করতে আসায় নিজেকে সম্মানিত মনে করছেন বলে জানালেন কিংবদন্তি গায়িকা ।
আজ টুইটারে রাষ্ট্রপতির সঙ্গে ছবি শেয়ার করেন লতা মঙ্গেশকর । ক্যাপশনে লেখেন, "আমাদের দেশের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করতে আসায় আমি নিজেকে সম্মানিত মনে করছি । আমি কৃতজ্ঞ । স্যার, আপনি আমাদের গর্বিত করেছেন ।"
লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করতে যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ, মেয়ে স্বাতী কোবিন্দ । এছাড়াও ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও, তাঁর স্ত্রী বিনোদা রাও এবং মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বিনোদ তাওডে ।
লতা মঙ্গেশকর হাজারটির উপর হিন্দি ছবিতে গান গেয়েছেন । 1989 সালে ভারত সরকারের তরফে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় তাঁকে ।
2001 সালে দেশের প্রতি অবদানের জন্য লতা মঙ্গেশকরকে ভারতরত্ন পুরস্কার দিয়ে সম্মানিত করা হয় ।