পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

লকডাউনে ভ্রু নিয়ে চিন্তায় কৃতি খারবান্দা ! - kriti is tensed for her eyebrows

লকডাউনের মধ্যে বাড়িতে ভ্রুয়ের কোনও গতি করতে পারছেন না কৃতি । যার কারণে নিজের ইচ্ছে মতো বেড়েই চলেছে সেগুলি । তাই ভ্রু নিয়ে খুবই চিন্তায় পড়ে গিয়েছেন তিনি । কী করবেন কিছুই বুঝতে পারছেন না ।

sdf
dsf

By

Published : May 7, 2020, 8:19 AM IST

মুম্বই : লকডাউনের জেরে বন্ধ পার্লার । তাই বাড়িতেই নিজের চুল কেটে নিয়েছেন অনেকে । এমনকী, ত্বকের পরিচর্যাও বাড়িতেই করতে দেখা গিয়েছে একাধিক তারকাকে । সে সব ঠিকই রয়েছে । কিন্তু, সমস্যাটা তৈরি হয়েছে ভ্রুকে নিয়ে । পার্লার ছাড়া যার গতি করা একেবারেই অসম্ভব । তাই নিজের ভ্রু নিয়ে এখন চিন্তায় পড়ে গিয়েছেন কৃতি খারবান্দা ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । এই অবস্থায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ছাড়া বন্ধ সব কিছুই । বন্ধ রয়েছে পার্লার ও জিম । তাই কোনও উপায় না পেয়ে বাড়িতেই চুল কাটছেন একাধিক তারকরা । কেউ নিজেই নিজের চুল কাটছেন । আবার কেউ নির্ভর করছেন প্রিয়জনের উপরে । এছাড়া শরীর চর্চা ও ত্বকের পরিচর্যাও চলছে বাড়িতেই । কিন্তু, সমস্যাটা তৈরি হয়েছে ভ্রুকে নিয়ে । বাড়িতে এর গতি করা একেবারেই অসম্ভব । তাই এর জন্য একমাত্র ভরসা পার্লার । কিন্তু, সেটাও এখন বন্ধ । এই পরিস্থিতিতে ভ্রুয়ের অবস্থা খুবই খারাপ বলে জানিয়েছেন একাধিক তারকা । আর এ নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন কৃতি ।

কৃতির পোস্ট

সম্প্রতি ইনস্টাগ্রামে কৃতি লেখেন, "বাকি সব কিছু ঠিক আছে । কিন্তু, এই ভ্রু দুটির কী করব !"

একই অবস্থা সোনম কাপুরের । কিছুদিন আগে ভ্রু নিয়ে একটি পোস্ট করেছিলেন তিনি । জানিয়েছিলেন লকডাউনের মধ্যে তাঁর ভ্রুয়ের অবস্থা খুবই খারাপ ।

তবে এই সময় ভ্রু নিয়ে খুব একটা সমস্যায় পড়েননি বলে জানিয়েছেন মিরা রাজপুত । কিছুদিন আগে একটি ছবি পোস্ট করে তিনি জানিয়েছিলেন, যে তাঁর ভ্রুর অবস্থা এখনও খারাপ হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details