মুম্বই : 14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । ময়নাতদন্তের পর 15 জুন তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় । কৃতি শ্যানন থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর, রিয়া চক্রবর্তী, বরুণ শর্মা সহ আরও অনেক বলি তারকা যোগ দিয়েছিলেন শেষকৃত্যে । তবে দেখা যায়নি সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডেকে । তা নিয়ে উঠেছিল একাধিক প্রশ্নও । সুশান্তের শেষকৃত্যে যোগ না দেওয়া নিয়ে সম্প্রতি মন্তব্য করেন অঙ্কিতা ।
একটি সর্বভারতীয় পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে অঙ্কিতা বলেন, "14 জুন আমাকে এক সাংবাদিক ফোন করে বলেন, 'অঙ্কিতা, সুশান্ত আত্মহত্যা করেছেন'। আর এটা শুনে আমি শেষ হয়ে যাই । তখনই ঠিক করেছিলাম তার শেষকৃত্যে যাব না । কারণ জানি ওইভাবে তাকে দেখলে সেটা কখনওই আমি ভুলতে পারব না ।"
পরে অবশ্য সুশান্তের পরিবারের সঙ্গে দেখা করতে মুম্বইয়ের ফ্ল্যাটে গিয়েছিলেন অঙ্কিতা । সেখানে অভিনেতার দিদি ও বাবার সঙ্গে কথা বলেন তিনি ।