পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কেন সুশান্তের শেষকৃত্যে যোগ দেননি অঙ্কিতা ? - সুশান্ত সিং রাজপুত

একটি সর্বভারতীয় পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে অঙ্কিতা বলেন, "14 জুন আমাকে এক সাংবাদিক ফোন করে বলেন, 'অঙ্কিতা, সুশান্ত আত্মহত্যা করেছেন'। আর এটা শুনে আমি শেষ হয়ে যাই । তখনই ঠিক করেছইলেন তার শেষকৃত্যে যাব না । কারণ জানি ওইভাবে আমি দেখলে সেটা কখনওই ভুলতে পারব না ।"

asdasd
asd

By

Published : Aug 2, 2020, 12:50 PM IST

মুম্বই : 14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । ময়নাতদন্তের পর 15 জুন তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় । কৃতি শ্যানন থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর, রিয়া চক্রবর্তী, বরুণ শর্মা সহ আরও অনেক বলি তারকা যোগ দিয়েছিলেন শেষকৃত্যে । তবে দেখা যায়নি সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডেকে । তা নিয়ে উঠেছিল একাধিক প্রশ্নও । সুশান্তের শেষকৃত্যে যোগ না দেওয়া নিয়ে সম্প্রতি মন্তব্য করেন অঙ্কিতা ।

একটি সর্বভারতীয় পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে অঙ্কিতা বলেন, "14 জুন আমাকে এক সাংবাদিক ফোন করে বলেন, 'অঙ্কিতা, সুশান্ত আত্মহত্যা করেছেন'। আর এটা শুনে আমি শেষ হয়ে যাই । তখনই ঠিক করেছিলাম তার শেষকৃত্যে যাব না । কারণ জানি ওইভাবে তাকে দেখলে সেটা কখনওই আমি ভুলতে পারব না ।"

পরে অবশ্য সুশান্তের পরিবারের সঙ্গে দেখা করতে মুম্বইয়ের ফ্ল্যাটে গিয়েছিলেন অঙ্কিতা । সেখানে অভিনেতার দিদি ও বাবার সঙ্গে কথা বলেন তিনি ।

এদিকে মৃত্যুর কয়েক ঘণ্টা পরই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সুশান্তের মৃতদেহের বেশ কয়েকটি ছবি । সেগুলি অত্যন্ত বেদনাদায়ক হয়ে উঠেছিল অঙ্কিতার কাছে । এ প্রসঙ্গে ওই সাক্ষাৎকারে তিনি বলেন, "পরিবার ও কাছের মানুষদের পক্ষে ওই ছবিগুলি দেখা খুবই কষ্টের ।"

তবে সুশান্তের মতো একজন মানুষ কখনও অবসাদে ভুগতে পারেন না বলেও দাবি করেন অঙ্কিতা । বলেন, "ছোটো বিষয়ের মধ্যেও আনন্দ খুঁজে পেত সুশান্ত । সে কখনও অবসাদে ভুগতে পারে না । পয়সা কখনও তার কাছে মূল বিষয় হয়ে দাঁড়ায়নি । সে এতদিন যা কিছু করেছে সবটাই গুরুত্ব সহকারে, ভালো লাগা থেকে । সাফল্য বা ব্যর্থতা কোনও কিছুতেই ভেঙে পড়েনি সে ।"

তাহলে কী থেকে বাঁচতে আত্মহননের পথ বেছে নিলেন সুশান্ত ? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অভিনেতার প্রিয়জনদের কাছে । আর সেই উত্তর খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা । জারি রয়েছে তদন্ত । তবে উত্তর কবে পাওয়া যায় এখন সেটাই দেখার ।

ABOUT THE AUTHOR

...view details