পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"রেহাই দাও", নেহাকে এমন কেন বললেন অভিষেক ? - অভিষেক বচ্চনের খবর

নেহা ধুপিয়াকে "রেহাই দাও" বলে দিলেন অভিষেক বচ্চন । তাঁর টক শো 'নো ফিল্টার নেহা'-তে আসতে চাইলেন না জুনিয়ার বচ্চন ।

abhishek bachchan turned down neha dhupia
abhishek bachchan turned down neha dhupia

By

Published : Sep 14, 2020, 10:32 AM IST

মুম্বই : নেহা ধুপিয়ার টক শো 'নো ফিল্টার নেহা' । কোনও সেন্সর ছাড়াই সেখানে নানা বিষয়ে কথাবার্তা হয়, নেহা এবং কোনও বিশেষ অতিথির উপস্থিতিতে । এই শোয়ে অভিষেক বচ্চনকে আমন্ত্রণ জানালেন নেহা । তবে তৎক্ষণাৎ অভিনেত্রীকে "না" করে দিলেন বচ্চন ।

সোশাল মিডিয়ায় এক ইউজার নেহাকে অনুরোধ জানান যেন নেহা যে কোনও মূল্যেই অভিষেককে তাঁর টক-শো ‘নো ফিল্টার নেহা’-তে নিয়ে আসেন । ওই ব্যক্তি লেখেন, অভিষেকের মতো বুদ্ধিমান রসিক তারকার সংখ্যা ইন্ডাস্ট্রিতে খুবই কম ।

এর পরেই অভিষেককে ট্যাগ করে নেহা লেখেন, "এর চেয়ে ভালো আর কী হতে পারে ? এর আগে অনেক বার তোমায় ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছি, এখন সবার সামনে জানাচ্ছি ।"

উত্তরে অভিষেক লেখেন "রসিকতা এবং লাগামহীন কথাবার্তা এই দু'টো বিষয় আলাদা । আমায় রেহাই দাও নেহা ।" অভিষেকের এই উত্তরই প্রমাণ করে দেয় যে, তিনি কত রসিক মানুষ । নেহার স্বামী অঙ্গদ আবার হাসির ইমোজি দিয়েছেন প্রতিক্রিয়া হিসেবে ।

দেখে নিন পোস্ট...

সৌজন্যে টুইটার

ABOUT THE AUTHOR

...view details