মুম্বই : নেহা ধুপিয়ার টক শো 'নো ফিল্টার নেহা' । কোনও সেন্সর ছাড়াই সেখানে নানা বিষয়ে কথাবার্তা হয়, নেহা এবং কোনও বিশেষ অতিথির উপস্থিতিতে । এই শোয়ে অভিষেক বচ্চনকে আমন্ত্রণ জানালেন নেহা । তবে তৎক্ষণাৎ অভিনেত্রীকে "না" করে দিলেন বচ্চন ।
সোশাল মিডিয়ায় এক ইউজার নেহাকে অনুরোধ জানান যেন নেহা যে কোনও মূল্যেই অভিষেককে তাঁর টক-শো ‘নো ফিল্টার নেহা’-তে নিয়ে আসেন । ওই ব্যক্তি লেখেন, অভিষেকের মতো বুদ্ধিমান রসিক তারকার সংখ্যা ইন্ডাস্ট্রিতে খুবই কম ।