মুম্বই : 'জয় গঙ্গাজল'-এর পর আবার বলিউড ফিরছেন প্রিয়াঙ্কা। সৌজন্যে সোনালি বসু পরিচালিত ছবি 'দা স্কাই ইজ় পিঙ্ক'। এই খবর পুরোনো। তবে এই ছবির ব়্যাপ আপ পার্টিতে প্রিয়াঙ্কাকে দেখা গেল পায়ে বেল্ট বাঁধা অবস্থায়।
এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই প্রিয়াঙ্কার ফ্য়ানেরা উদ্বেগ প্রকাশ করা শুরু করেন। কেউ প্রশ্ন করেন, "ওঁর পায়ে কী হয়েছে?" তো কেউ আবার প্রশ্ন করেন, "পায়ে বেল্ট পরেছ কেন?"