মুম্বই : লকডাউনের মাঝে যশ ও রুহির সঙ্গেই সময় কাটছে পরিচালক করণ জোহরের । তাঁদের সঙ্গেই মজা করে, খেলে সময় কাটছে তাঁর । আর সেই ও ভিডিয়ো প্রায়ই সোশাল সাইটে শেয়ার করেন । এবার আরও একটি মজাদার ভিডিয়ো শেয়ার করলেন তিনি ।
ভিডিয়োটিতে যশ ও রুহির সঙ্গে মজাদার একটি খেলা খেলতে দেখা গিয়েছে তাঁকে । যেখানে যশ ও রুহিকে একই ধরনের টি শার্ট পরে দেখা গিয়েছে । তিনি রুহিকে জিজ্ঞাসা করেন, তারা যদি পশু হত তাহলে কী হতে চাইত । রুহি বলে , সে পেপ্পা হতে চাইত । করণ বলেন, "ও তুমি পেপ্পা পিগ হতে চাইতে ।" তখন একই প্রশ্ন যশকেও করেন তিনি । উত্তরে তিন বছরের যশের উত্তর ছিল, "পেপ্পা পার্ক" । এবার করণ জানতে চান, তাঁদের বাবা যদি পশু হতেন তাহলে কী হতেন ? রুহির উত্তর-"হাতি" ।