মুম্বই : ফের কোরোনার থাবা বলিউডে । আক্রান্ত হলেন বর্ষীয়ান অভিনেতা কিরণ কুমার । আরোগ্য কামনা করলেন অভিনেত্রী কাশমেরা শাহ ।
শোনা যাচ্ছে, এই মাসের শুরুর দিকে একটি মেডিকেল চেকআপ করানো হয় মিস্টার কুমারের । সেই রিপোর্টেই তাঁর রক্তে কোরোনার জীবাণু পাওয়া যায় । বেশ কিছু লক্ষণও দেখা যায় তাঁর শরীরে । আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেতা ।