মুম্বই : কয়েকদিন আগেই কিয়ারা আদবানীকে নিয়ে শোরগোল পড়ে যায় সোশাল মিডিয়ায় । ডাব্বু রত্নানির ক্য়ালেন্ডারে নগ্ন কিয়ারাকে নিয়ে তৈরি হয় অসংখ্য় মিম, রীতিমতো ট্রোল করা হয় অভিনেত্রীকে । এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন কিয়ারা ।
মিম বা সামলোচনায় প্রভাবিত হওয়া তো দূরের কথা, মানুষের কাছে এত গুরুত্ব পেয়ে খুব আনন্দ পান কিয়ারা ।
IANS-কে তিনি জানালেন, "খুব ফানি ও মজার লেগেছিল ব্যাপারটা । আমি তো কয়েকটা ভাইরাল মিম শেয়ারও করেছি নিজে । সত্য়ি দারুণ ফানি ছিল সেগুলো । আমার কাছে এটা একটা মজা ছাড়া আর কিছুই নয় ।"
'গুড নিউজ়'-এর দারুণ সাফল্য়ের পর কিয়ারা এখন নেটফ্লিক্সের ওয়েব ফিল্ম 'গিল্টি' নিয়ে খুবই ব্যস্ত । ছবিতে নিজের চরিত্র নিয়ে কথা বললেন তিনি ।
বললেন, "গিল্টি-তে আমার চরিত্র নানকি খুবই কমপ্লেক্স একটি চরিত্র । অনেক গুলো স্তর আছে সেই চরিত্রে । সবসময়ে একটা মুখোশের আড়ালে সে নিজেকে লুকিয়ে রাখে । আমার থেকে পুরোপুরি আলাদা চরিত্রটা ।"
এক একটা ছবিতে এক এক রকমের চরিত্র করতে পেরে খুবই খুশি কিয়ারা । "আশা করি আমার সব চরিত্রের মতো নানকিকেও পছন্দ করবেন দর্শক ।", বললেন কিয়ারা ।
নেটফ্লিক্সে 6 মার্চ মুক্তি পাবে 'গিল্টি' ।