মুম্বই : কিয়ারা আদবানীর ছবি 'ইন্দু কি জওয়ানি' মুক্তি পাবে সিনেমা হলে । OTT প্ল্যাটফর্ম নয়, ছবি রিলিজ়ের জন্য সিনেমা হলকেই বেছে নিয়েছেন প্রযোজকরা । সেই ছবিরই স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত কিয়ারা ।
পুরো পরিবারের সঙ্গে একসাথে 'ইন্দু কি জওয়ানি' দেখলেন কিয়ারা । দেখে এক দারুণ অনুভূতি হচ্ছে অভিনেত্রীর । বাস্তব আর কল্পনার মাঝে ঝুলছেন যেন তিনি । বিশ্বাস করতে পারছেন না, সত্যিই সিনেমা হলে সিনেমা দেখছেন ?
11 ডিসেম্বর অর্থাৎ আগামীকালই মুক্তি পাবে 'ইন্দু কি জওয়ানি' । সবাইকে নিশ্চিন্তে সিনেমা হলে আসার পরামর্শ দিলেন ইন্দু থুড়ি কিয়ারা । হল কর্তৃপক্ষের তৎপরতা দেখে খুব খুশি অভিনেত্রী ।