মুম্বই : বলিউডে বেশ জমিয়ে বসছেন কিয়ারা আদবানী । এ-লিস্টার অভিনেতাদের সঙ্গে অভিনয় তো করছেনই, সঙ্গে তাবড় পরিচালকদেরও পছন্দের পাত্রী হয়ে উঠছেন কিয়ারা । এবার আশুতোষ গোয়ারিকর প্রযোজিত পরবর্তী ছবিতে অভিনয় করছেন তিনি ।
ভারতীয় মহিলাদের কো-অপারেটিভ 'শ্রী মহিলা গৃহ উদ্যোগ'-এর ছয় গৃহবধূকে নিয়ে 'কর্রম কুর্রম' নামের একটি ছবি বানাচ্ছেন আশুতোষ । সেই দলের প্রধান লিজ্জত পাপড়-এর চরিত্রে দেখা যাবে কিয়ারাকে ।