পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কিয়ারার নতুন ছবি... - কিয়ারা আদবানীর খবর

পরিচালক আশুতোষ গোয়ারিকর প্রযোজিত পরের ছবি 'কর্রম কুর্রম'-এ মুখ্য চরিত্রে কিয়ারা আদবানী ।

Kiara Advani in Ashutosh Gowariker's film
Kiara Advani in Ashutosh Gowariker's film

By

Published : Dec 4, 2020, 11:22 AM IST

মুম্বই : বলিউডে বেশ জমিয়ে বসছেন কিয়ারা আদবানী । এ-লিস্টার অভিনেতাদের সঙ্গে অভিনয় তো করছেনই, সঙ্গে তাবড় পরিচালকদেরও পছন্দের পাত্রী হয়ে উঠছেন কিয়ারা । এবার আশুতোষ গোয়ারিকর প্রযোজিত পরবর্তী ছবিতে অভিনয় করছেন তিনি ।

ভারতীয় মহিলাদের কো-অপারেটিভ 'শ্রী মহিলা গৃহ উদ্যোগ'-এর ছয় গৃহবধূকে নিয়ে 'কর্রম কুর্রম' নামের একটি ছবি বানাচ্ছেন আশুতোষ । সেই দলের প্রধান লিজ্জত পাপড়-এর চরিত্রে দেখা যাবে কিয়ারাকে ।

তবে এই ছবি আশুতোষ পরিচালিত নয় । তাঁর প্রযোজনা সংস্থা 'আশুতোষ গোয়ারিকর প্রোডাকশন'-এর ব্যানারে মুক্তি পাবে 'কর্রম কুর্রম' । ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন গ্লেন বরেটো এবং অঙ্কুশ মোহলা । অঙ্কুশ এর আগে আশুতোষের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন ।

আশুতোষ

আশুতোষ পরিচালিত শেষ ছবি 'পানিপথ' । অর্জুন কাপুর আর কৃতি স্যানন অভিনীত এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে । তবে তিনি এরপর কোন ছবি পরিচালনা করবেন জানা যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details