পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বাঙালি পরিচালকের ছবিতে কিয়ারা - bollywood

এবার বাঙালি পরিচালকের ছবিতে অভিনয় করবেন কিয়ারা আডবানি। ছবির নাম 'ইন্দু কি জওয়ানি'।

কিয়ারা আডবানি

By

Published : May 27, 2019, 7:51 PM IST

মুম্বই : 'লাস্ট স্টোরি'-র একটা দৃশ্য যে এমন একটা খেল দেখিয়ে দেবে, তা বোধহয় কিয়ারা আডবানিও ভাবতে পারেননি। স্বমেহনের সেই বিতর্কিত দৃশ্যটি কিয়ারাকে একেবারে ফ্রন্ট ফুটে এনে দিয়েছে। তাই তো আজ তিনি সহ-অভিনেত্রী থেকে সরাসরি লিড চরিত্রে অভিনয় করছেন। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর আগামী ছবি 'কবির সিং'। এর মাঝেই সামনে এল আরও একটি খবর। এবার বাঙালি পরিচালকের ছবিতে অভিনয় করবেন কিয়ারা। ছবির নাম 'ইন্দু কি জওয়ানি'।

ছবির পরিচালক আবির সেনগুপ্ত। এটাই তাঁর প্রথম ছবি। ছবির স্ক্রিপ্ট আবিরেরই। ছবির গল্প একটি ডেটিং অ্যাপকে কেন্দ্র করেই। মূখ্য ভূমিকায় কিয়ারাকে দেখা যাবে ইন্দুর চরিত্রে। গাজিয়াবাদের ইন্দু একজন উচ্চাকাঙ্খী মেয়ে। দিনভর তার বিচরণ সোশাল মিডিয়া সাইটে। সেখান থেকেই ডেটিং অ্যাপে নিজের পারফেক্ট চয়েস খুঁজতে মরিয়া হয়ে ওঠে ইন্দু। রাইট সোয়াইপিং বা লেফট সোয়াইপিংয়ের খেলায় মেতে ওঠে সে। আর তা করতে গিয়েই একটা বড় গোলমাল ঘটে যায়। কমেডির মোড়কে তৈরি হচ্ছে এই ছবি। খুব শিগগিরিই শুরু হবে শুটিং।

এই প্রথম কিয়ারাকে নারীকেন্দ্রিক ছবিতে দেখা যাবে। যেখানে মুখ্য চরিত্রে থাকছেন কিয়ারা নিজে। যদিও কিয়ারা কিন্তু কখনও ডেটিং অ্যাপ ব্যবহার করেননি বলেই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন তিনি। ছবির জন্য ইতিমধ্যেই ওয়ার্কশপ শুরু করেছেন কিয়ারা। অন্য়দিকে পরিচালক আবির বাংলাতেও কাজ করেছেন।

কিয়ারা এখন ব্য়স্ত তাঁর আগামী ছবি 'কবির সিং'-এর প্রচারে। এছাড়াও তার হাতে আছে "গুড নিউজ", "লক্ষ্মীবম্ব" আর "শেরশাহ" র মতো ছবি।

ABOUT THE AUTHOR

...view details