মুম্বই : 'লাস্ট স্টোরি'-র একটা দৃশ্য যে এমন একটা খেল দেখিয়ে দেবে, তা বোধহয় কিয়ারা আডবানিও ভাবতে পারেননি। স্বমেহনের সেই বিতর্কিত দৃশ্যটি কিয়ারাকে একেবারে ফ্রন্ট ফুটে এনে দিয়েছে। তাই তো আজ তিনি সহ-অভিনেত্রী থেকে সরাসরি লিড চরিত্রে অভিনয় করছেন। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর আগামী ছবি 'কবির সিং'। এর মাঝেই সামনে এল আরও একটি খবর। এবার বাঙালি পরিচালকের ছবিতে অভিনয় করবেন কিয়ারা। ছবির নাম 'ইন্দু কি জওয়ানি'।
ছবির পরিচালক আবির সেনগুপ্ত। এটাই তাঁর প্রথম ছবি। ছবির স্ক্রিপ্ট আবিরেরই। ছবির গল্প একটি ডেটিং অ্যাপকে কেন্দ্র করেই। মূখ্য ভূমিকায় কিয়ারাকে দেখা যাবে ইন্দুর চরিত্রে। গাজিয়াবাদের ইন্দু একজন উচ্চাকাঙ্খী মেয়ে। দিনভর তার বিচরণ সোশাল মিডিয়া সাইটে। সেখান থেকেই ডেটিং অ্যাপে নিজের পারফেক্ট চয়েস খুঁজতে মরিয়া হয়ে ওঠে ইন্দু। রাইট সোয়াইপিং বা লেফট সোয়াইপিংয়ের খেলায় মেতে ওঠে সে। আর তা করতে গিয়েই একটা বড় গোলমাল ঘটে যায়। কমেডির মোড়কে তৈরি হচ্ছে এই ছবি। খুব শিগগিরিই শুরু হবে শুটিং।