মুম্বই : সিনেমার হিরো-হিরোইনদের মধ্যে প্রেম...যত না ঘটে, তার থেকে রটে অনেক বেশি । সত্যি-মিথ্যের ধার দিয়ে যায় না সেই সব রটনা । কখনও কখনও সত্যি হয়েও যায়, তবে সেই নিয়ে মুখ খোলেন না কেউই । কিয়ারা আদবানী অন্য়রকম । সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ।
নেহা ধুপিয়ার সঙ্গে একটি চ্যাট শোয় এসে কিয়ারা বলেন, "আমার তো বিয়ে হয়নি, তাই আমি সিঙ্গল ।" 2019 সালে ফিল্মফেয়ারের রেড কার্পেটে একই কথা বলেছিলেন তিনি । "না, আমি সিদ্ধার্থকে ডেট করছি না । আমি ভীষণভাবে সিঙ্গল ।", হাসতে হাসতে জানিয়েছিলেন কিয়ারা ।