পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কিয়ারাকে কোন সুপারস্টার বলিউডে লঞ্চ করেছিল জানেন ? - কিয়ারা আদবানীর খবর

2014 সালে 'ফাগলি' ছবিতে কিয়ারা আদবানীকে লঞ্চ করেছিলেন এক সুপারস্টার । তাঁর নাম অক্ষয় কুমার । আর এই 2020-তে সেই অক্ষয়ের বিপরীতেই অভিনয় করতে চলেছেন কিয়ারা । সত্যি, সময়ের সঙ্গে সবকিছু কতটা বদলে যায় না !

kiara advani launched by akshay kumar
kiara advani launched by akshay kumar

By

Published : Nov 5, 2020, 11:16 AM IST

মুম্বই : 'লক্ষ্মী' ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদবানী । এই অক্ষয়ের হাত ধরেই 2014 সালে 'ফাগলি' ছবিতে লঞ্চড হয়েছিলেন কিয়ারা । ছ'বছরে কতটা পরিবর্তন হয়ে গেল তাঁর ক্যারিয়ারে ।

কিয়ারা বললেন, "জীবনটা একটা বৃত্তের মতো । যার হাত ধরে লঞ্চড হয়েছিলাম, আজ সেই অক্ষয় স্যারের বিপরীতেই অভিনয় করছি । অনেককিছু শিখেছি ওঁর কাছ থেকে ।"

'গুড নিউজ়'-এও অক্ষয়ের সঙ্গে কাজ করেছেন কিয়ারা । তবে তাঁর বিপরীতে নয় । অভিনেত্রী বললেন, "স্যারের সঙ্গে কাজ করতে তখন একটু ভয় পেয়েছিলাম । তাই বেশি কথা বলতাম না । শুধু ওঁকে দেখতাম । কিন্তু, 'লক্ষ্মী' করতে এসে আমি অনেকটা স্বচ্ছন্দ, আত্মবিশ্বাসী । পুরো জার্নিটাই দারুণ ।"

.

আগামী 9 নভেম্বর ডিজ়নি হটস্টারে আসছে 'লক্ষ্মী' । রাঘব লরেন্স পরিচালিত এই ছবি হরর কমেডি 'কাঞ্চনা'-র হিন্দি রিমেক । ট্রেলারে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে । এখন ছবিটা কেমন দাঁড়ায় সেটাই দেখার ।

ABOUT THE AUTHOR

...view details