মালদ্বীপ : গতকালই মালদ্বীপে ছুটি কাটাতে গেছেন কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মালহোত্র । এমন মনোরম পরিবেশে গিয়ে ছবি তুলবেন না অভিনেত্রী ? অবশ্যই তুলবেন । আর সেই ছবি শেয়ারও করলেন কিয়ারা ।
সমুদ্রের ধারে ঝলমলে শর্ট ড্রেসে দাঁড়িয়ে কিয়ারা । হাতে টুপি, খোলা চুল । দেখলে মনে হবে কোনও ছবির দৃশ্য । এরকমই এক ফিল্মি ছবি পোস্ট করেছেন কিয়ারা ।