পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সমুদ্রসৈকতে কিয়ারা - Kiara Advani social media

সমুদ্রসৈকতে কিয়ারা আদবানী । মালদ্বীপের হলিডে থেকে শেয়ার করলেন ছবি ।

Kiara Advani maldives
Kiara Advani maldives

By

Published : Dec 31, 2020, 11:11 AM IST

মালদ্বীপ : গতকালই মালদ্বীপে ছুটি কাটাতে গেছেন কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মালহোত্র । এমন মনোরম পরিবেশে গিয়ে ছবি তুলবেন না অভিনেত্রী ? অবশ্যই তুলবেন । আর সেই ছবি শেয়ারও করলেন কিয়ারা ।

সমুদ্রের ধারে ঝলমলে শর্ট ড্রেসে দাঁড়িয়ে কিয়ারা । হাতে টুপি, খোলা চুল । দেখলে মনে হবে কোনও ছবির দৃশ্য । এরকমই এক ফিল্মি ছবি পোস্ট করেছেন কিয়ারা ।

ক্যাপশনে লিখেছেন, "2021, আমি তোমার দিকে তাকিয়ে আছি.." দেখে নিন কিয়ারার পোস্ট..

অনেকদিন ধরেই সিদ্ধার্থের সঙ্গে কিয়ারার সম্পর্ক নিয়ে ফিসফাস চলছে । 'শেরশাহ' ছবির শুটিংয়ে দু'জনের আলাপ । গতকাল যাবার সময় তাঁদের একসঙ্গে স্পট করা গেছে এয়ারপোর্টে ।

তাহলে কি সম্পর্কটিকে অফিশিয়ালি ঘোষণা করলেন অভিনেত্রী ? প্রশ্ন অনুরাগীদের ।

ABOUT THE AUTHOR

...view details