মুম্বই : ক্য়াটরিনার শরীর যেন স্প্রিংয়ের মতো ফ্লেক্সিবল । বাড়তি মেদ বা কোনও শারীরিক অসুস্থতা কখনও ছুঁতে পারে না ক্যাটরিনাকে । এমনি এমনি তো হয় না ! জিমে গিয়ে রীতিমতো ঘাম ঝড়ান অভিনেত্রী । তবে কোরোনার থাবায় এখন বন্ধ সমস্ত জিম । তাহলে উপায় ? জানালেন ক্যাটরিনা ।
বাড়িতে বসে কীভাবে শরীরচর্চা করা যাবে, সেই টিপ দিলেন তিনি । বাড়ির ছাদে নিজের ট্রেনারের সঙ্গে একের পর এক এক্সারসাইজ় করে দেখালেন ক্যাটরিনা ।