পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অমিতাভের মেয়ের চরিত্রে ক্যাটরিনা ? - Katrina kaif's latest news

কোরোনা ভাইরাসের থাবায় যদিও এখন সব ফিল্মের শুটিং বা মুক্তি স্থগিত, তবু তারই মধ্যে একটি ফিল্মের খবর বুদবুদের মতো ভেসে এল । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিকাশ বহল পরিচালিত পরবর্তী ছবিতে অমিতাভ বচ্চনের মেয়ের চরিত্রে অভিনয় করবেন ক্য়াটরিনা কাইফ ।

Katrina Kaif to play Amitabh's daughter
Katrina Kaif to play Amitabh's daughter

By

Published : Mar 23, 2020, 3:28 PM IST

মুম্বই : বিকাশ বহল পরিচালিত 'কুইন' বা 'সুপার 30' খুবই প্রশংসা পেয়েছে দর্শকের দরবারে । এবার তাঁর পরবর্তী ছবি নিয়েও একটি জল্পনা শুরু হয়েছে । শোনা যাচ্ছে বিকাশের পরবর্তী ছবিতে অমিতাভ বচ্চন ও ক্যাটরিনা কাইফ বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন ।

ছবির নাম নিয়েও একটা আন্দাজ শুরু হয়েছে । সেই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ছবির নাম 'ড্যাডলি' । একটি শোকসভাকে কেন্দ্র করে সেই ছবি । ধীরে ধীরে ছবির মুখ্য চরিত্রগুলো নিজেদের আবিষ্কার করতে থাকে ছবির গল্প ধরে ।

ছবির বিষয় যা-ই হোক, অমিতাভ আর ক্যাটরিনার এই নতুন কাস্টিংয় নিয়ে উত্তেজিত দর্শক । তবে ছবির শুটিং এখন বিশ বাঁও জলে ।

ABOUT THE AUTHOR

...view details